ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
বারাকাতুহু
বিসমিল্লাহির রহমানির
রহিম
بسم الله الرحمن الرحيم
জবাব,
আল্লাহ
তায়ালা বলেন,
وَيَبۡقَىٰ وَجۡهُ رَبِّكَ ذُو ٱلۡجَلَٰلِ
وَٱلۡإِكۡرَامِ
আর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা
, যিনি মহিমাময়, মহানুভব; (সূরা রহমান-২৭)
এখানে وجه শব্দ ব্যবহার করা হয়েছে। যা দ্বারা মহান আল্লাহ তায়ালার চেহারার
সাথে সাথে তাঁর সত্তাকেও বোঝানো হয়েছে। অর্থাৎ তিনি অবিনশ্বর। তাঁর চেহারাও অবিনশ্বর।
তিনি ব্যতীত আর যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। এগুলোর মধ্যে চিরস্থায়ী হওয়ার যোগ্যতাই
নেই। আরেক অর্থ এরূপ হতে পারে যে, কিয়ামতের দিন এগুলো ধ্বংস হয়ে যাবে। কোনো তফসীরবিদ وَجْهُ رَبِّكَ এর তফসীর এরূপ করেছেন
যে, সমগ্র সৃষ্ট জগতের মধ্যে একমাত্র সেই বস্তুই স্থায়ী যা আল্লাহ তা'আলার দিকে আছে। এতে শামিল আছে আল্লাহ তা'আলার সত্তা এবং মানুষের সেইসব কর্ম ও অবস্থা যা আল্লাহ
তা'আলার সাথে সম্পর্কযুক্ত | [দেখুন, কুরতুবী] এর সারমর্ম এই যে, মানব, জিন ও ফেরেশতা যে কাজ আল্লাহর জন্যে করে,
সেই কাজও চিরস্থায়ী,
অক্ষয়। তা কোনো সময় ধ্বংস হবে না।
পবিত্র কুরআনের অন্য আয়াত থেকেও এর সমর্থন পাওয়া যায়,
যেখানে বলা হয়েছে,
مَا عِندَكُمْ يَنفَدُ ۖ وَمَا
عِندَ اللَّهِ بَاقٍ
অর্থাৎ তোমাদের কাছে যা কিছু অর্থ সম্পদ শক্তি-সামৰ্থ্য,
সুখ-কষ্ট ভালবাসা ও শক্ৰতা আছে,
সব নিঃশেষ হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর
কাছে যা কিছু আছে, তা অবশিষ্ট থাকবে। [সূরা আন-নাহল ৯৬]
আল্লাহর সাথে সম্পর্কযুক্ত মানুষের যেসব কর্ম ও অবস্থা
আছে, সেগুলো ধ্বংস হবে না।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
উপরের তাফসীর থেকে আপনার প্রশ্নের
উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর সিফাত সম্পর্কে জানতে ভিজিট করুন: https://ifatwa.info/27738/