আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
বাসায় হয়ত বছরের নতুন দিন উপলক্ষে খাবার রান্না হচ্ছে,যা সচরাচর আমরা প্রতি উইক এই শুক্রবার এ রান্না করি।এখন এটা খাওয়া যাবে কি না? আমি এইসব মানি না, পালন করি না।ফ্যামিলি অইভাবে হয়ত না বুঝেই রান্না করতেসে।আমার কি করনীয়? আমি এমনিতেই আজ রোজা কি করব বুঝতেসি না।আর এধরনের খাবার আমাদের ঘরে প্রায় দিনই রান্না হয়।
আবার, এখন শুনতেসি যে আমার ছোট বোনের জন্মদিন জানুয়ারির ২ তারিখ।এখন বলতেসে আমি জন্মদিন এ খাবার খাইনা তাই সে একদিন আগেই এভাবে রান্না করসে।(যাতে জন্মদিন এর দিন রান্না না হয়,আমি যেন খাই) কি করব আমি?
আমার কি করনীয় সেটাই জানতে চাচ্ছি,আমি তো আম্মু-আব্বুর আন্ডারেই থাকি।আলাদা রান্না করে খেতে হবে?ক্ষুধাও ত লাগবে। নাকি শুধু ভাত রান্না করে আলাদা খাব অই তরকারী গুলো দিয়েই।অনাদের কেমনে বুঝাবো এইসব উপলক্ষে স্পেশাল কিছুই জায়েজ না। আমি লিট্ররেলি এইসবের জন্য খুব মানসিক অশান্তিতে থাকি।