আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
141 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (27 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,

বাসায় হয়ত বছরের নতুন দিন উপলক্ষে খাবার রান্না হচ্ছে,যা সচরাচর আমরা প্রতি উইক এই শুক্রবার এ রান্না করি।এখন এটা খাওয়া যাবে কি না? আমি এইসব মানি না, পালন করি না।ফ্যামিলি অইভাবে হয়ত না বুঝেই রান্না করতেসে।আমার কি করনীয়? আমি এমনিতেই আজ রোজা কি করব বুঝতেসি না।আর এধরনের খাবার আমাদের ঘরে প্রায় দিনই রান্না হয়।

আবার, এখন শুনতেসি যে আমার ছোট বোনের জন্মদিন জানুয়ারির ২ তারিখ।এখন বলতেসে আমি জন্মদিন এ খাবার খাইনা তাই সে একদিন আগেই এভাবে রান্না করসে।(যাতে জন্মদিন এর দিন রান্না না হয়,আমি যেন খাই) কি করব আমি?
আমার কি করনীয় সেটাই জানতে চাচ্ছি,আমি তো আম্মু-আব্বুর আন্ডারেই থাকি।আলাদা রান্না করে খেতে হবে?ক্ষুধাও ত লাগবে। নাকি শুধু ভাত রান্না করে আলাদা খাব অই তরকারী গুলো দিয়েই।অনাদের কেমনে বুঝাবো এইসব উপলক্ষে স্পেশাল কিছুই জায়েজ না। আমি লিট্ররেলি এইসবের জন্য খুব মানসিক অশান্তিতে থাকি।

1 Answer

0 votes
by (567,630 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/37645/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ-
যেকোনো ধরণের দিবস পালনে হুকুম সম্পর্কে উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। 
,
কিছু উলামায়ে কেরামগন বলেন       
দিবস পালনের মূল বিষয়টি এসেছে বিধর্মীদের থেকে।  সুতরাং বলা যায় এর মূল জিনিসটিই ইসলামে প্রত্যাখ্যাত। তা যে কোনো পদ্ধতিতেই হোক। আল্লাহ তাআ’লা বলেন,

اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء

তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন বন্ধু বা অভিভাবকের অনুসরণ করো না। (সূরা আ’রাফ ৩)

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুরূপ অবলম্বন করে, সে তাঁদেরই দলভুক্ত। (আবূ দাঊদ ৪০৩১)
,
★অন্যান্য উলামায়ে কেরামগন বলেছেন যে শরীয়ত সম্মত পন্থায় স্বাধীনতা দিবস,বিজয় দিবস ইত্যাদি পালন জায়েজ।
তবে যেই দিবস সরাসরি ইহুদি খ্রিস্টানদের থেকেই এসেছে,যেমন ভ্যালেন্টাইন্স ডে,থার্টি ফার্স্ট নাইট,পহেলা বৈশাখ,ইত্যাদি সেগুলো কোনো ভাবেই পালন করা জায়েজ নেই।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে আপনার বাসায় সচরাচর প্রতি উইক এই শুক্রবার এ রান্না হয়ে থাকে।

আজকে যেহেতু শুক্রবার নয়,সুতরাং স্পষ্ট যে নতুন বছরের ১ম দিন উপলক্ষ করেই আপনার বাসায় বিশেষ খাবার রান্না হচ্ছে।

সুতরাং এই বিশেষ খাবার খাওয়া জায়েজ হবেনা। এক্ষেত্রে আপনাদের গুনাহ হবে।

এক্ষেত্রে তাদেরকে এহেন আয়োজন হতে নিষেধ করবেন,নসিহত করবেন।

তারা না মানলে আপনার জন্য আলাদা সাধারণ খাবারের আয়োজন করতে বলবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...