আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
আমি এবং আমার হাসব্যান্ড আমরা স্টুডেন্ট এবং বাসায় রান্না করি না। আমাদের বাড়িওয়ালা আমাদের মাসিক ভিত্তিতে খাবার দেন দুপুর রাতে। আজকে থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বিশেষ রান্না হতে পারে। কিন্তু আমাদের জন্য আলাদা খাবার তো রান্না করবেন না। ঐ খাবারই দিবেন।
১) যেহেতু আমরা উনাদের মধ্যে খাই,খাওয়ার ব্যবস্থা উনারা করেন। যা রান্না করেন,সেটা খাই। আজকে খেতে পারবো কিনা। বাইরের খাবারে আমাদের দুজনেরই পেটে রেগুলার সমস্যা হয় ,তাই এখানে খাই।
২) যদি কিছু টাকা চাঁদা তুলে রান্না করে,সেক্ষেত্রে টাকা দিতে পারবো না,হয়তো ভালো খাবার তাই টাকা নরমাল দিনের মতো না।
৩) আমি নিশ্চিত না যে রান্না হবেই এই উপলক্ষে,তবে কিছু প্রতিবেশিরা একসাথে মিলে আলোচনা করছিল। কিন্তু শিউর ডিসিশন কিনা জানিনা যে রান্না করবেই। তাহলে কি কি উপর দিয়ে গিয়ে জিজ্ঞেস করবো এই বিষয়ে নাকি যদি তারা বলে বা আমার চোখে পড়ে সেক্ষেত্রে খাবার এড়ানো নিয়ে ভাববো?