বিভিন্ন জিনিস লিখার সময় মানুষ মাঝে মাঝে থামে, সেই থামার জায়গায় অর্থ বিভিন্ন রকম হতে পারে সেক্ষেত্রে কিছু বিষয় জানতে চাইৌ
১. অনিচ্ছায় কিছু কথা লেখার সময়, এমন স্থানে যদি লেখা থামে যার কারণে বাক্য টি দ্বারা বিচ্ছেদ বা কুফরী বাক্য হয়ে যায়,এতেও কি তার বিচ্ছেদ বা কুফর হবে? সে তো এরুপ কিছু লিখতে চায় নাই, থামার ফলে এমন হয়ে গেছে।
২.কোনো মানুষ যদি "বউ কে তালাকের ইচ্ছে নাই " লেখার সময় " ব* কে তালাক " লিখে একটু থামে ও পরে বাক্য লেখা শেষ করে। তবে এটুক লিখে থামার জন্য বিবাহে কোনো সমস্যা হবে কি ??? (ব* এর স্থলে বউ হবে, কোনো সমস্যা হয় কি না জানা না থাকায় বউ এর স্থলে ব* লিখেছি)
৩. " বমি করলে রোজা ভাঙ্গে না" এট লিখার সময় কেও যদি সেচ্চায় না লেখার আগে একটু থেমে পানি খায়, এর পরে না লেখে এতে কি সমস্যা হবে?
৪. ২ নং এর ক্ষেত্রে সেই লোক একটু থেমেছে বলে মনে হচ্ছে তার, কিন্তু কতো সময় তার মাথায় আসছে না, ২/১ সেকেন্ড না কি ৪;৫ সেকেন্ড না কি ১০ সেকেন্ড, না কি আরো বেশি তা তার মনে নাই, তার কি বিবাহে সমস্যা হবে? জাজাকাল্লাহ