আসসালামু আলাইকুম, আমার কাছের এক বান্ধবীর থেকে আমার পরীক্ষার জন্য একটা ক্যালকুলেটর ধার নিয়েছিলাম। পরীক্ষা শেষে ক্যালকুলেটর সুন্দর মতো প্যাকেট করে রেখে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে দেখি ক্যালকুলেটর এর ব্যাটারি শেষ হয়ে গেছে আর চলছেনা। তখন আমি নতুন ব্যাটারি এনে লাগাই। এখন ঠিক হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে,,আমি যদি ওকে ব্যাটারি ঠিক করার কথা না জানাই এতে কি গুনাহ হবে? কারণ ওর ফ্যামিলি একটু অন্যরকম। যদি ঠিক করার কথা জানাই তাহলে ভাববে হয়তো যে আমি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে কোনোরকম ঠিক করে ওকে দিয়েছি। আমি চাচ্ছি ওকে এ বিষয়ে কিছুই না জানাতে। এতে কি গুনাহ হবে?