বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا»
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জাহান্নামবাসী দু' প্রকার মানুষ, আমি যাদের (এ পর্যন্ত) দেখিনি। একদল মানুষ, যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং এক দল স্ত্রী লোক, যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের মতো। ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবে না অথচ এত এত দূর হতে তার সুঘ্ৰাণ পাওয়া যায়। (সহীহ মুসলিম-২১২৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
সুন্দর্য্য প্রদর্শন করে বাহিরে চলাফেরায় অভ্যস্ত নারীকে এত কঠিন শাস্তি দেয়া হবে যে,তার ভাগে পুরুষের গোনাহের কোনো অংশ যাওয়ার কোনো প্রয়োজন নাই।
হাদীসে কঠোর হুশিয়ারী উল্লেখ করে বলা হয়েছে,এমন নারীরা জান্নাতের সুগ্রাণ পর্যন্তও পাবে না।এত কঠিন শাস্তি এজন্য যে,এখানে পুরুষের গোনাহের কারণ ঐ মহিলা।পুরুষ গোনাহ করলে, দৃষ্টি দিলে, এমন ভয়ানক শাস্তির কথা আসেনি।কিন্তু নারী উগ্রভাবে চলাফেরা করার দরুণ কঠিন শাস্তির কথা এসেছে।কাজেই বুঝা গেল,এখানে পুরুষের শাস্তির কিছু অংশ নারীর ভাগে গিয়েই এত কঠোর শাস্তির কথা এসেছে।