ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নারী পুরুষের বিবাহ বহির্ভূত প্রেম ভালবাসা হারাম ও নাজায়েয । অবৈধ ও হারাম কাজ থেকে নিজেও বাঁচতে হবে এবং পরিবারবর্গের সবাইকেও বাঁচাতে হবে।
আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে।( সূরা তাহরীম-০৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নিজের ছোট ভাইকে গোনাহ থেকে বাঁচাতে তার ফোন চেক করা নাজায়েয হবে না। আপনার উচিৎ, যে আপনি আপনার ভাইয়ের বিবাহ দেওয়ার যাবতীয় চেষ্টা প্রচেষ্টা করবেন। কেননা বিবাহই একমাত্র সহজ রাস্তা যা দিয়ে এই গোনাহ থেকে বিরত থাকাটা এই সময়ে সহজ হবে।