ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ لِلَّهِ مِائَةَ رَحْمَةٍ أَنْزَلَ مِنْهَا رَحْمَةً وَاحِدَةً بَيْنَ الْجِنِّ وَالإِنْسِ وَالْبَهَائِمِ وَالْهَوَامِّ فَبِهَا يَتَعَاطَفُونَ وَبِهَا يَتَرَاحَمُونَ وَبِهَا تَعْطِفُ الْوَحْشُ عَلَى وَلَدِهَا وَأَخَّرَ اللَّهُ تِسْعًا وَتِسْعِينَ رَحْمَةً يَرْحَمُ بِهَا عِبَادَهُ يَوْمَ الْقِيَامَةِ "
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহর একশ’ ভাগ রহ্মাত আছে। তন্মধ্যে একভাগ রহ্মাত তিনি জিন, ইনসান, চুতষ্পদ জন্তু ও কীট-পতঙ্গের মধ্যে ভাগ করে দিয়েছেন। এ এক ভাগ রহ্মাতের কারণেই সৃষ্ট জীব পরস্পর একে অপরের প্রতি দয়া করে এবং এ এক ভাগ রাহ্মাতের মাধ্যমে বন্য পশু নিজ সন্তানের প্রতি দয়া ও অনুকম্পা প্রদর্শন করে। মহান আল্লাহ তাঁর একশ’ ভাগ রহ্মাতের নিরানব্বই ভাগ রহ্মাত নিজের কাছে রেখে দিয়েছেন। এর দ্বারা তিনি কিয়ামাতের দিন স্বীয় বান্দাদের প্রতি দয়া করবেন।(সহীহ মুসলিম-৬৯০৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একটু গভীর ভাবে চিন্তা করলে বিষয়টা পরিস্কার হয়ে যাবে।
আল্লাহর নিকট রহমত ৯৯ টি, আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাখলুকাতের জন্য বরাদ্ধ রহমত ১ টি, সুতরাং আল্লাহর রহমতের সাথে তুলনাই হতে পারে না। সূরা ইখলাছে আল্লাহ বলেন,
" এবং তাঁর সমতুল্য কেউই নেই। " অর্থাৎ আল্লাহর সমতুল্য কেউ-ই নেই।
প্রশ্ন হতে পারে, আল্লাহর কাছে যেই রহমত মাখলুকাতের কাছেও তো সেই রহমত রয়েছে। এই প্রশ্নের জবাবে বলা হবে, মাখলুকাতের রহমত আল্লাহর রহমতের সমকক্ষ কখনো হবে না। কেননা আল্লাহর নিকট সর্বমোট রহমত হল, ৯৯ টি।