ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) বিজয় দিবস উপলক্ষ্যে অফার গ্রহণ না জায়েয হবে না। তবে অমুসলিমদের ধর্মীয় কোনো উৎসব উপলক্ষ্যে কোনো অফার আসলে সেই অফার গ্রহণ করা জায়েয হবে না।
(২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিয়ের অনুষ্ঠানে মাহরাম এবং নারীদের সামনে সৌন্দর্যবর্ধনের জন্য নকল পাপড়ি(ফলস ল্যাশ) ব্যবহার করা যাবে না।কেননা এতেকরে ধোকা ও প্রতারণা হয়ে যাবে।
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ قال،قال رسول اللّٰه
ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣَﻦْ ﻏَﺶَّ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতভূক্ত নয়। (সহীহ মুসলিম-১০২)