আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
শায়খ,আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন তো একটু সাউন্ড করে পড়া যায়। কিন্তু নামাজে তো এতো বেশি সাউন্ড করা যায়না।শুধু নিজের কান পর্যন্ত সাউন্ড আসলেই হয়, এমি এইটুকু জানি।
শায়খ,আমার প্রশ্ন হলো-
১/নামাজে শুধু ঠোট নাড়িয়ে,কোনো শব্দ না করে তেলাওয়াত করলে নামাজ হবে?
২/ কোনো শব্দ না করে তেলাওয়াত করলে আঈন,হা, ক্বফ,,,এই হরকতের উচ্চারন কিভাবে বুঝবো যে শুদ্ধ হয়েছে কিনা?
৩/শায়খ,এই যে তিনটি হরকত "আঈন,হা,ক্বফ " এর উচ্চারন আমি কোনো মতেই ঠিক করতে পারছি না।কিভাবে উচ্চারন শুদ্ধ করা যাবে /রেগুলার তেলাওয়াত শুনা /এমন কিছু উপায় আছে কি যার মাধ্যমে আমার এই হরকত উচ্চারনে কোনো সমস্যা হবে না?শুদ্ধ তেলাওয়াত করতে পারবো