আসসালামুআলাইকুম উস্তাজ,
আমার পরিচিত বোনের নতুন রুমমেট উঠেছে সে হিন্দু। সে নিয়মিত পূজা করে,সবকিছু খুব মেনে চলে। সে একটা ছোট মূর্তি সবসময় নাকি সাথে রাখে সেটা আনতে চাচ্ছে। আমার বোন তাকে বুঝিয়ে বলে একটু কিন্তু তারপরও বুঝতে চাচ্ছে না বলছে যেদিকে নামাজ পড়ে সেদিকে রাখবে না।
এখন আমার বোন তাকে আবার কীভাবে বুঝাবে বা কী করবে এমন পরিস্থিতিতে উস্তাজ? আর পরবর্তীতে বুঝানোর পরে যদি মূর্তি ড্রয়ারে রাখে তাহলে কি নামাজ আর অন্যান্য ইবাদত সহীহ হবে? উস্তাজ একই রুমে যেহেতু থাকবে আমার বোন কি তার দেওয়া কোনো খাবার খেতে এবং প্রয়োজনীয় জিনিস যেমন: মগ, প্লেট এগুলো শেয়ার করতে পারবে?
সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খ্বইরন!