আমি একটা স্কুলে চাকরি করি। গত তিন বছর যাবত আমি হিজাব পড়ি,যেখানেই যাই হিজাব পড়েই যাই। কিন্তু এতদিনে এসে স্কুলে বলতেছে বোরখার ওপর ওড়না স্কার্ফ পড়তে হবে। যা আমি মোটেও চাইনা।কারণ এতে গঠন বোঝা যাবে,পর্দা হবে না। ম্যামকে অনেক রিকয়েস্ট করলাম,কিন্তু ম্যাম শুনল না।বলল, "স্কার্ফের ওপর একটা চাদর পড়বেন।"
এখন আমার কথা হচ্ছে, এতে কি আমার পর্দা হবে? খুব খারাপ লাগতেছে।কোন উপায় পাচ্ছি না।