ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
উইকিপেডয়াতর তথ্যমতে আমরা
low of attraction সম্পর্কে অত্যান্ত যৎসামান্যই জানতে পেরেছি,
" low of attraction নতুন চিন্তার আধ্যাত্মিক বিশ্বাস যে ইতিবাচক বা নেতিবাচক চিন্তা একজন ব্যক্তির জীবনে ইতিবাচক বা নেতিবাচক অভিজ্ঞতা নিয়ে আসে। বিশ্বাসটি এই ধারণার উপর ভিত্তি করে যে মানুষ এবং তাদের চিন্তাভাবনা " বিশুদ্ধ শক্তি " থেকে তৈরি হয় এবং শক্তির মতো শক্তিও শক্তির মতো আকর্ষণ করতে পারে, যার ফলে মানুষ তাদের স্বাস্থ্য, সম্পদ বা ব্যক্তিগত সম্পর্ক উন্নত করতে দেয়। "
low of attraction সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রয়োজনে কল দিতে পারেন। বিস্তারিত জানলেই কেবল আমরা এর শরয়ী বিধি-বিধান উপস্থাপন করতে পারবো।
(২)
সুন্নত নামাযগুলোকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর জন্য পড়ি না, বরং রাসূলুল্লাহর সুন্নত বা পদ্ধতির অনুসরণ করে আল্লাহর জন্যই পড়ে থাকি। কেননা সুন্নত নামাযের আদেশ কুরআনে আসেনি, কুরআনে শুধুমাত্র ফরয নামাযের আদেশ এসেছে। যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' অতিরিক্ত হিসেবে সুন্নত নামায পড়েছেন,এবং এর উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, তাছাড়া আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সওয়াবের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর পৌছেছে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' এর পদ্ধতির অনুসরণে আমরা সুন্নত পড়ে থাকি।