আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
142 views
in সালাত(Prayer) by (2 points)
বয়স ২৪ বছর।মুসলিমাহ।
আমার ঠান্ডার সমস্যা আছে,এলার্জিক রাইনুসাইটিসের ও মাইনর প্রবলেম আছে।সবচেয়ে বড় কথা হলো একটুতে একটু হলেই ঠান্ডা লেগে যায়।কখন কি সে ঠান্ডা লাগবে এটর কোনো নিশ্চয়তা নাই।যখন তখন লাগে।

ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে অনেকসময় রাত্রে,তাহাজ্জুদে উঠতে পারলেও অযু করতে ভয় লাগে।ফলশ্রুতিতে জাগ্রত থাকা সত্ত্বেও তাহাজ্জুদ পড়ার তাওফিক হয়না।কারণ ঠান্ডা লেগে গেলে প্রথমত সহজে যায় না,দ্বিতীয়ত ফরজ নামাজের মধ্যেও প্রচন্ড সমস্যা করে।মানে ফজর রক্ষার জন্য সুন্নাহ ছেড়ে দেই,ইচ্ছা থাকা সত্ত্বেও।আমি কি তায়াম্মুম করতে পারবো??

উল্লেখ্য ঠান্ডা যে লাগবেই,এমন কথা নাই।তবে প্রায়সময়ই লেগে যায়।দ্বিতীয়ত মৃত্যু ঝুঁকি তো নাই।তৃতীয়ত ডক্টরের কোনো মন্তব্য নাই,মেইনলি এটা নিয়ে কখনো কথা হয়নি।

1 Answer

0 votes
by (63,450 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রহমানির রহিম।

জবাব,

 https://ifatwa.info/7901/ নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে, শরীয়তের বিধান হলো, কেউ যদি পানি ব্যবহারে অক্ষম হয়,পানি না থাকার কারণে কিংবা পানি থাকলেও এর ব্যবহারে রোগের ক্ষতি হতে পারে তাহলে সে ব্যক্তি পানি দিয়ে অজু-গোসল করার পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করতে পারেন।

 আল্লাহ তাআলা বলেন,

إِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا

আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাক বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সহবাস কর এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে।”(সূরা মায়েদা: ৬)

এ আয়াতে দলিল রয়েছে যে, অসুস্থ ব্যক্তি পানি ব্যবহার করার ফলে যদি তার মৃত্যু ঘটা, কিংবা রোগ বেড়ে যাওয়া কিংবা আরোগ্য লাভ বিলম্ব হওয়ার আশংকা থাকে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করতে পারবেন।

প্রিয় প্রশ্নকারী দীনি ভাই বোন ,

 যেহেতু আপনি পানি ব্যবহার করলে ঠান্ডাজনিত সমস্যা কাশি এবং ঠান্ডার সমস্যা আরো বেড়েই যাচ্ছে, তাই প্রথমত আপনার কর্তব্য হচ্ছে, আপনি গরম পানি ব্যবহার করবেন।

 আল্লাহ তাআলা বলেন,

  فاتَّقوا الله ما استَطَعْتُم

তোমরা সাধ্যানুযায়ী আল্লাহ্কে ভয় কর।” (সূরা তাগাবুন : ১৬)

আরো জানুনঃ  https://www.ifatwa.info/5742/

https://www.ifatwa.info/3880/?show=3880#q3880

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

প্রশ্নে উল্লেখিত আপনার জন্য পরামর্শ থাকবে যে, আপনি গরম পানি দিয়ে অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। আশা করি এতে উক্ত প্রবলেমগুলো ফেস করবেন না ইনশাআল্লাহ। তাছাড়া দ্বীনদার ডাক্তারের সাথে কথা বলার পর ডাক্তার যদি ঠান্ডা পানি ব্যবহার নিষেধ করেন এবং রোগ হওয়ার কারণ হিসেবে নির্ণয় করেন তাহলে প্রথমত আপনার কর্তব্য হচ্ছে, আপনি গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহারেও যদি আপনার ক্ষতি হওয়ার আশংকা থাকে সেক্ষেত্রে আপনার ওজর গ্রহণযোগ্য এবং আপনি তখন তায়াম্মুম করতে পারবেন। অন্যথায় পারবেন না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 127 views
...