বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
সকাল সন্ধ্যার যেই জিকির ৩ বার এবং যেই যিকিরে ৭ বার পড়ার কথা রয়েছে। এখন কেউ যদি ভুলে গিয়ে আবার নতুনভাবে গণনা শুরু করে, তাহলে এতেকরে ফযিলতে কোনো সমস্যা হবে না।
(২)
নামাজে মনোযোগ ধরে রাখার সুবিধার্থে চোখ বন্ধ রাখা যাবে না। চোখ বন্ধ করে নামায পড়া মাকরুহ।
(৩)
যোহরের নামাজের সবগুলো সুন্নকে ফরযের পরে পড়া যাবে না। বরং ধারাবারিক নিয়ম অনুসারে প্রথমে চার রা'কাত সুন্নত তারপর চার রা'কাত ফরয তারপর দুই রা'কাত সুন্নত পড়তে হবে।
(৪)
আমলি সূরাগুলোর জন্য নির্ধারিত সময়ে অডিও তিলাওয়াত শুনলে তিলাওয়াত করার সমপরিমাণ ফযীলত পাওয়া যাবে না।
(৫)
জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা কোন বিধান জানার ক্ষেত্রে কিংবা নতুন কিছু সামনে আসলে, এ ভয় লাগা উচিৎ নয় যে, নতুন করে জানা মানেই এটা মানতে হবে। বরং এ ভয়কে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে। ধীরুসুস্থে পরবর্তীতে জানার চিন্তা মূলত শয়তানের পক্ষ থেকেই এসে থাকে।