আসসালামু আলাইকুম।
আমার বাবা মা আলাদা বাসায় থাকে। তাদের মধ্য সম্পর্ক খুব একটা নাই। আমার বাবার বাসায় আমি, বাবা ও আরো দুইজন থাকি। আমার বাবা রান্না করে। আমি কি আমার বাবাকে না জানিয়ে, আমার মা কে কিছু তরকারী বা মাছ মাংস পাঠায় দিতে পারি? জানালে বাবা রাজি হবে না। বাবার বাসায় মাছ, মাংস রান্না হলেও মায়ের বাসায় হয়না।
এক্ষেত্রে কাজটি করা কি ঠিক হবে?