urgent**** কষ্ট হলেও একটু দ্রুত উত্তর চাচ্ছি হুজুর
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। চারদিকে ইসরাই-লি পণ্যের ছড়াছড়ি, স্কিনের জন্য যা ইউজ করতাম মুখে তা সে দেশি পণ্য হওয়ায় আর কিনতে আগ্রহী নই। অর্গানিক ক্যামিকেলমুক্ত প্রোডাক্ট বিক্রেতা এক পেইজ থেকে কিনতে চাচ্ছি। কিন্তু ফেইস এর ছবি দিতে হবে,তারা স্কিনের ধরন/জটিলতা দেখে প্রোডাক্ট সাজেস্ট করবে। নাহলে মুখের ক্ষতি হয় অনেক সময় স্কিন না দেখে আন্দাজে কিছু দিলে। যিনি সেল করেন,তিনি হাতমোজা পড়েন এবং পেইজ ঘুরে মনে হচ্ছে শরয়ী পর্দা করেন। আর তার পেইজের মডারেটররাও মহিলা, পেইজ থেকে কারও অনুমতি ব্যতীত ছবি বাইরে দেয়া হয়না বলেছেন। এখন,আমি কি শুধুমাত্র গালের কিছু অংশ এবং কপালের ছবি দিতে পারবো? চোখ বা মুখ না দিয়ে।
বিঃদ্রঃ বাইরে গিয়ে পণ্য কম কেনা হয় এখন। তাই অনলাইনে কিনি। আর যে পণ্যগুলো নিতে চাচ্ছি আমার জন্য প্রয়োজন কেননা স্কিন সেন্সিটিভ,তাই ক্যামিকেলমুক্ত প্রোডাক্ট নিতে চাচ্ছি।আর আমার হাসব্যান্ড পরিপাটিতে অনেক জোর দেন আর এই বিষয়গুলো অনেক খেয়াল করেন স্কিন পরিষ্কার কিনা,না ব্রণ বা দাগযুক্ত,ত্রুটিপূর্ণ ইত্যাদি।