আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
106 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (76 points)

১। মেয়ে বাচ্চা প্রসাব করলে সেই বাচ্চার শরীর যদি শুকনো তেনা দিয়ে মুছে পরিস্কার করে ধৌত না করে তাহলে কি পাক হয়ে যাবে?

২।যদি শুকনো তেনা দিয়ে মুছে পরিস্কার করলে পাক না হয় গোসল করার সময় ছোট গোসলের যায়গা নেওয়া হয় পানি অল্প থাকে  সেই যায়গায় গোসল করালে কি শরীর পাক হবে?

৩।প্রসাব করে পানি দিয়ে  পরিস্কার করার সময় লজ্জাস্থানের আসে পাশে ঘামের কারনে তৈলাক্ত ভাব থাকে সেই তৈলাক্ত ভাব পানি দিয়ে পরিস্কার করলে যায় না এখন সেই তৈলাক্ত ভাব থাকলে কি আমার শরীর পাক থাকবে?

৪।যে কোনো নাপাকি ধোয়ার পর যদি তেল বা ঘামের কারনে তৈলাক্ত ভাব থাকে তাহলে কি শরীর পাক থাকবে।?

৫। নামাজের ভিতরে ঠোঁট শুকিয়ে আঠালো ভাব হয় সেই কারণে সুরা পরতে গেলে ঠোঁট আটকে গিয়ে আয়াতের পাশাপাশি  অন্য রকম শব্দ হয় বেশি পরিমান হয় এখন আয়াত দোহরানো লাগবে কি?

৬।গ্রামে ক্রিকেট টূর্নামেন্ট খেলতে গেলে একটা  এন্ট্রি ফি দিতে হয় এখন কেউ যদি টাকা না দিয়ে তার খেলতে ভালো লাগে সেই কারনে খেলে তাহলে তার কি গুনাহ হবে কি ধরনের গুনাহ হবে কবিরা গুনাহ নাকি সগিরা গুনাহ হবে? 
<!--/data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_231208_213912_131.sdocx-->

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)মেয়ে বাচ্চা প্রসাব করলে সেই বাচ্চার শরীর যদি শুকনো তেনা দিয়ে মুছে পরিস্কার করে, এবং ধৌত না করে, তাহলে পাক হবে না। 

(২)যদি শুকনো তেনা দিয়ে মুছে পরিস্কার করা হয়,তবে ধৌত করা না হয়,পরবর্তীতে সামান্য পানিতে গোসল করানো হয়, তাহলে শরীর পাক হবে না। 

(৩)প্রসাব করে পানি দিয়ে পরিস্কার করার সময় লজ্জাস্থানের আসে পাশে ঘামের কারনে তৈলাক্ত ভাব থাকে, সেই তৈলাক্ত ভাব থাকলে শরীর নাপাক হবে না।

(৪)যে কোনো নাপাকি ধোয়ার পর যদি তেল বা ঘামের কারনে তৈলাক্ত ভাব থাকে, তাহলে  শরীর নাপাক থাকবে না।

(৫)নামাজের ভিতরে ঠোঁট শুকিয়ে আঠালো ভাব হয় সেই কারণে সুরা পরতে গেলে ঠোঁট আটকে গিয়ে আয়াতের পাশাপাশি  অন্য রকম শব্দ হয়, বেশি পরিমানে হয়, এতে আয়াত দোহড়াতে হবে না।নামায হয়ে যাবে।

(৬) এন্ট্রি ফি দিয়ে খেলাধুাতে অংশগ্রহণ জায়েয হবে না। এন্ট্রি ছাড়াও প্রচলিত খেলাধুলা, যা নামাযকে ব্যাহত করে, এগুলো জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...