ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)মেয়ে বাচ্চা প্রসাব করলে সেই বাচ্চার শরীর যদি শুকনো তেনা দিয়ে মুছে পরিস্কার করে, এবং ধৌত না করে, তাহলে পাক হবে না।
(২)যদি শুকনো তেনা দিয়ে মুছে পরিস্কার করা হয়,তবে ধৌত করা না হয়,পরবর্তীতে সামান্য পানিতে গোসল করানো হয়, তাহলে শরীর পাক হবে না।
(৩)প্রসাব করে পানি দিয়ে পরিস্কার করার সময় লজ্জাস্থানের আসে পাশে ঘামের কারনে তৈলাক্ত ভাব থাকে, সেই তৈলাক্ত ভাব থাকলে শরীর নাপাক হবে না।
(৪)যে কোনো নাপাকি ধোয়ার পর যদি তেল বা ঘামের কারনে তৈলাক্ত ভাব থাকে, তাহলে শরীর নাপাক থাকবে না।
(৫)নামাজের ভিতরে ঠোঁট শুকিয়ে আঠালো ভাব হয় সেই কারণে সুরা পরতে গেলে ঠোঁট আটকে গিয়ে আয়াতের পাশাপাশি অন্য রকম শব্দ হয়, বেশি পরিমানে হয়, এতে আয়াত দোহড়াতে হবে না।নামায হয়ে যাবে।
(৬) এন্ট্রি ফি দিয়ে খেলাধুাতে অংশগ্রহণ জায়েয হবে না। এন্ট্রি ছাড়াও প্রচলিত খেলাধুলা, যা নামাযকে ব্যাহত করে, এগুলো জায়েয হবে না।