আসসালামু আলাইকুম। ৭ সপ্তাহের প্রেগনেন্সি শুরু থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো।প্রায় ১ সপ্তাহ ধরেই হালকা রক্ত খুবই অল্প পরিমাণে (গড়িয়ে পরে না এমন,টিস্যু দিলে বোঝা যায়।) যাচ্ছিলো।সাথে বাদামী ও কালো স্রাব।ডক্টর বেডরেস্ট দেয়ায় বসে নামাজ পরতাম।কিন্তু কাল ডক্টর বলে দিয়েছেন মিসক্যারেজ।তবে আরো কিছু পরীক্ষা করে মিসক্যারেজের ওষুধ দিবেন।এখন আমার টানা ব্লিডিং হচ্ছে না,হালকা রক্ত যায়,জমাট বাধা রক্ত,বাদামী ও কালো স্রাব, টিস্যু। মিসক্যারেজের জন্যই বোধহয় এভাবে যাচ্ছে তবে পরিমাণে কম।এই অবস্থায় কি আমি নামাজ পরবো?