আসসালামু আলাইকুম শায়েখ,
আমাদের মসজিদে অনেক সময় ইমাম সাহেব অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতিতে অধিকাংশ সময় আমিই নামায পড়িয়ে থাকি। আল্লাহর রহমতে আমি যতদূর জানি আমার লাহনে জলির কোন সমস্যা নেই (আল্লাহু 'আলাম), তাজবিদ ও মাদ্দ মোটামুটি ঠিক আছে (ইমাম সাহেবের ভাষ্য অনুযায়ী)। মাঝে মাঝে আমার মসজিদে যেতে খানিকটা দেরি হলে এবং ইমাম সাহেব না থাকলে উপস্থিত মুসল্লিদের মধ্য থেকে একজন নামাযের ইমামতি করেন। তাদের তাজবিদ,গুন্নাহ এবং মাদের সমস্যা রয়েছে। এমতাবস্থায় আজকে আসরের সালাতে আমি শেষ রাকাত পাই। অপশন ছিলো হয় একা নামায পড়া, না হয় ইমামের ইক্তিদা করা। আমি জামাত ত্বরক না করে ইমামের ইক্তিদা করি। যেহেতু আমাকে ১ম দুই রাকাতের সুরা মিলানো সহ তিন রাকাত নিজে নিজে তেলাওয়াত করতে হয়েছে এজন্য পরবর্তীতে আমি আর সালাত দোহরাই নি। উল্লেখ্য এরকম অবস্থায় পরলে আমি অধিকাংশ সময় জামাতে শরীক হয়ে পরে নিজে নিজে সালাত আদায় করে নেই।
প্রশ্ন হচ্ছে, আমাকে কি সালাত দোহরাতে হবে নাকি আমার নামায আদায় হয়ে গেছে?