আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লহি ওয়া বারকাতুহ সায়েখ,
একজন বিধবা বয়স্কা নারীর তিন সন্তান দেশের বাহিরে তিনটি আলাদা দেশে থাকে। এক সন্তান ছেলে। বাকি দুই জন মেয়ের একজন বিবাহিত। সবাই দেশের বাহিরে। উনি এখন দেশের বাহিরে সন্তানদের সাথে দেখা করতে যাবেন মাহরাম ছাড়া। উনাকে ঘুড়িয়ে বলা হয়েছে কোন মাহরাম নিয়ে সফর করতে, কিন্তু উনারা এসব মানেন না সেভাবে। আর আর্থিক ভাবে কিছুটা নিডি। ভদ্র মহিলা অসুস্থ ও অসহায় ধরনের। এখন উনার এই সফরের ভিসা, শপিং, লাগেজ গুছানো, ডলার কিনা, এয়ার পোর্ট ড্রপ ইত্যাদি কাজে উনি হেল্প চাচ্ছেন। সেগুলো তে কি হেল্প করা যাবে?? (উনার দুই সন্তান যেহেতু নাস্তিক মানসিকতা পালন করেন সেহেতু দাওয়াতের নিয়তে উনার বিভিন্ন কাজে আগে হেল্প করা হয়েছে।) এ ব্যাপারে তাকওয়ার মাসালা বলবেন ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লহি ওয়া বারকাতুহ