বিভিন্ন হাদীসে নির্দিষ্ট কয়েকটি আমলের বিনিময়ে জান্নাত/জান্নাতে ঘর পাওয়ার কথা এসেছে। যেমন, মসজিদ নির্মান করলে, নিজে ঠিক জেনেও তর্ক এড়িয়ে চললে ইত্যাদি।
★প্রশ্ন হলো, যদি কোন ব্যক্তি মসজিদ নির্মান করা, তর্ক এড়িয়ে চলা ইত্যাদি এরকম জান্নাতের নিশ্চয়তা আছে এই আমলগুলো করে।
এবং অপরদিকে সেই ব্যক্তি যদি কবিরা গুনাহও করে থাকে (হয়তো গীবত করে/অথবা জিনা করে/ মিথ্যা বলে ইত্যাদি)। তাহলে উক্ত কবিরা গুনাহ থাকার পরেও কি সেই লোক জান্নাতে ঘর পাবে বা জান্নাতে যেতে পারবে?