আমি বিকাশে এজেন্ট ব্যাবসা করি। বিকাশ কোম্পানি আমাকে প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য হাজারে চার টাকা করে কমিশন দেই। আর কোম্পানি সার্ভিস চার্জ হিসেবে কাস্টমার থেকে এক হাজারে প্রায় ১৮ টাকা ৯০ পয়সা নেই। আমাদের এজেন্টদেরকে দেয় ৪ টাকা। বাকিটা কোম্পানি নিয়ে নেই।
এখন বিষয় হলো আমাদের মাধ্যমে যারা বিদেশে থেকে বিকাশের ব্যাবসা করে তাদের থেকে আমরা যদি চুক্তির ভিত্তিতে নগদ অথবা বাকিতে যদি এক্সট্রা টাকা নেই এটা কি জায়েজ নাকি হারাম হবে।
বিস্তারিত হচ্ছে, উদাহরণ স্বরূপ আমার বন্ধু প্রবাস থেকে বিকাশে ব্যবসা করে আমার মাধ্যমে। তো আমার বন্ধু প্রতিমাসে আনুমানিক ৫ লাখ টাকা লেনদেন করে প্রতিমাসে। তো সে আমাকে পাঁচ লাখ টাকা এডভান্সই পেমেন্ট করে দিয়েছে। পরবর্তীতে সে প্রবাসের কাস্টমারের মাধ্যমে ভেঙে ভেঙ আমার মাধ্যমে পরিপূর্ণ পাঁচ লাখ টাকা লেনদেন করে। এখন আমি বিকাশে এজেন্ট হিসেবে এই পাঁচ লাখ টাকা লেনদেন করার কারণে বিকাশ কোম্পানি আমাকে প্রতি হাজারে চার টাকা কমিশন করে দিতেছে। আমি তো কমিশন পাচ্ছি ই। এছাড়াও আমি যদি তার সাথে চুক্তি করে প্রতি লাখে এক হাজার টাকা নেই। যেহেতু তার কোন দোকান নেই সে শুধু নাম্বার দেয় আর টাকার পরিমাণ বলে বাকি আমি টাকা পাঠায়। এখন চুক্তির ভিত্তিতে প্রতি লাখে এক হাজার টাকা নেওয়া কি আমার জন্য হারাম হবে।
দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, কথার কথা আমার প্রবাস বন্ধুর কাছে পাঁচ লাখ টাকা পুজি নেই। সে বাকিতে একমাসে আমার মাধ্যমে পাঁচ লাখ টাকা লেনদেন করে। এক মাস পরে সে কাস্টমারের সবগুলো টাকা একসাথ করে আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে দিবে। এখন যদি আমি বাকির কারণে তার সাথে চুক্তির ভিত্তিতে ২০০০ টাকা নেই এটা কি হারাম হবে বা সুদের অন্তর্ভুক্ত হবে? আমি তো কোম্পানি থেকে লেনদেনের কারণে প্রতি হাজারে চার টাকা কমিশন পাচ্ছি ই। এছাড়াও যেহেতু আমার দোকান ভাড়া ইত্যাদি আছে। সেহেতু তার সাথে চুক্তি করে প্রতি লাখে নগদের ক্ষেত্রে এক হাজার এবং বাকির ক্ষেত্রে বাড়িয়ে দুই হাজার নেওয়া এটা কি শরীয়ত সম্মত হবে?