আসসালামু আলাইকুম।
হুজুর, আমি এর আগে প্রশ্ন করেছিলাম যে "সুতি কাপরের উপরে হুরমাত মুসাহারাত হবে কি না?"
উত্তর দিয়েছেন যে "হুরমাত সাব্যস্ত হবে"।
➡️(৩)সাধারণত মেয়েরা বাসায় যে ধরনের সুতি কাপড়ের জামা পড়ে, তাতে স্পর্শের মাধ্যম হুরমাত সাব্যস্ত হবে যদি বাকি শর্ত গুলো থাকে।
(আল্লাহ-ই ভালো জানেন)
--------------------------------
মুফতী ইমদাদুল হক⬅️
একই প্রশ্ন আরেকজন ভাই ও করেছিলেন,মাত্র দেখলাম।সেখানে উত্তর দেওয়া হয়ছে যে হুরমাত হবে নাহ (Normal suti kapore),যেগুলো সাধারণত মেয়েরা পরে।তবে একদম পাতলা সুতি হলে হুরমাত হবে।
কোন মতামত তা সঠিক?? আর এটা তো ঠিক যে বাসায় মেয়েরা যে ধরনের সুতি কাপর পরে সেগুলা একদম পাতলা সুতি না।
এক্ষেত্রে কোন মতামত অনুসরণ করবো???
২.অনেক দিন আগে বাবার সাথে আমার হাত লাগে।তখন আমি হুরমাতে মুসাহারাত এর মাসালা জানতাম,কিন্তু এ মাসালাটাকে তেমন গুরুত্ব দেইনি+আগে থেকেই বুঝতে পারছিলাম যে touch lagle অন্তর কেপে উঠবে। তাও তেমনভাবে আমলে নেই নি মাসালাটা।এখন মনে সংশয় হচ্ছে যে খারাপ চিন্তা ছিলো কি না।(উল্লেখ্য যে, টাচ লাগার সময় আমার অন্তর কেপে উঠে। তবে খারাপ চিন্তা এসেছিল কিনা,তা sure না।)
এমতাবস্থায় কি হুরমাত সাব্যস্ত হবে??