আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি হায়েয অবস্থা আছি।
এবং, আমি স্বপ্নে দেখেছি - ❝ সপ্নটা হয়তো অনুমানিক ৪ টার আগে হতে পারে। আমি বাসার ডাইনিং টেবিলের উপর একটা ছায়া দেখতে পাই, ঘরের লাইট জ্বালানো ছিলো । আমি কিছুটা ভয় পেয়ে স্বপ্নের মধ্যেই আয়াতুল কুরসি পড়া শুরু করি। আয়াতুল কুরসির শুরুতে কয়েকটা শব্দ আমি উচ্চারণ করি ঠিকই,কিন্তু এরপর থেকে আর মুখ দিয়ে একটা শব্দও বের করতে পারতেছিলাম না, তারপও আমি আয়তুল কুরসি পড়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম।অনেকক্ষণ যাবত এই অবস্থায় ছিলাম। মনে হচ্ছিল যেন কেউ আমাকে আমার গলার স্বর চেপে ধরে আছে এমন অনুভব হলো। একপর্যায়ে ঘুম ভেঙে যায়। ❞
এর দুদিন আগে দেখলাম - ❝ একটা বিড়াল আমার হাত কামড়ে ধরে আছে। বিড়ালের কালার কালো আর এ্যাস কালার এর মধ্যে দাগ দাগ।বিড়ালটা খালি কামড়ে ধরে আছে কিন্তু ছাড়ে না আমার হাত। অনেক কষ্টে ঠেলাঠেলি করে একবার ছাড়াইছি আবার ধরে ফেলছে।❞
আমি আগে প্রায় এমন দুঃস্বপ্ন দেখতাম কিন্তু গত ৪/৫ মাস দেখিনি। এখন, আবার হায়েয চলাকালীন অবস্থায় দেখছি।
- এর ব্যাখা কি?