আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
125 views
in পবিত্রতা (Purity) by (2 points)
আসসালামু আলাইকুম উস্তাদ
জরুরি ভিত্তিতে জানা প্রয়োজন।  অনুগ্রহ করে দ্রুত উত্তর দিবেন উস্তাদ।

অনেকদিন বাসায় না থাকার কারণে ওয়াশিং ম্যাশিনে তেলাপোকা ঢুকে গিয়েছিল। অনেকভাবে বের করার চেষ্টা করেছি কিন্তু বের হয় নি। কাপড় ধোয়ার ড্রামের বাইরে যে ফাকা অংশ থাকে ওখানে ঢুকেছিল। যতদূর জানি ওখানে ম্যাশিনের যন্ত্রাংশ থাকে।

তাই তেলাপোকা মারার লাল হিট স্প্রে করে দেই। এরপর আর তেলাপোকাটা দেখা যায় নি। খুব সম্ভবত ভেতরেই মরে পরে আছে।

এমতাবস্থায় এই ম্যাশিনে কাপড় ধুইলে কি কাপড় নাপাক হয়ে যাবে? করণীয় কি হবে?

জাযাকাল্লাহ

1 Answer

0 votes
by (62,670 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাব

https://ifatwa.info/18133/ নং ফাতওয়াতে আমরা বলেছি যে,

টিকটিকি বা তেলাপোকার প্রস্রাব পায়খানা নাপাক।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 318):

"(و بول غير مأكول و لو من صغير لم يطعم) إلا بول الخفاش و خرأه ... (و خرء) كل طير لايذرق في الهواء كبط أهلي (و دجاج) أما ما يذرق فيه، فإن مأكولًا فطاهر و إلا فمخفف (و روث وخثي) أفاد بهما نجاسة خرء كل حيوان غير الطيور. و قالا: مخففة. و في الشرنبلالية قولهما أظهر.

(قوله: أفاد بهما نجاسة خرء كل حيوان) أراد بالنجاسة المغلظة؛ لأن الكلام فيها و لانصراف الإطلاق إليها كما يأتي، و لقوله و قالا: مخففة، وأراد بالحيوان ما له روث أو خثي: أي: سواء كان مأكولا كالفرس والبقر، أو لا كالحمام وإلا فخرء الآدمي وسباع البهائم متفق على تغليظه كما في الفتح والبحر وغيرهما فافهم. (قوله: وفي الشرنبلالية إلخ) عزاه فيها إلى [مواهب الرحمن] لكن في النكت للعلامة قاسم أن قول الإمام بالتغليظ رجحه في المبسوط وغيره اهـ ولذا جرى عليه أصحاب المتون".

فقط واللہ اعلم

ফাতাওয়া বিন নূরী টাউন। ফাতাওয়া নং : 144212202391

 

ওয়াশিং মেশিনে কাপড় ধৌত করা সম্পর্কে বিস্তারিত জানুন- https://ifatwa.info/26334/   

  https://ifatwa.info/84164/

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

তেলাপোকার বিষ্টা নাপাক ও নাজাসাতে গালিজা। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার করণীয় হলো, ওয়াশিং মেশিনের যেখানে কাপড় রেখে ধৌত করা হয় সেই জায়গায় যদি তেলাপোকা মরে থাকে তাহলে তা বের করে ফেলে দিবেন। তারপর কাপড় দিবেন। আর যদি অন্য জায়গায় মরে থাকে অর্থাৎ তেলাপোকা এমন জায়গায় মরে থাকার সম্ভবনা আছে যেখানে থাকলে তেলাপোকার বিষ্টা কাপড়ে লাগার সম্ভবনা নেই। তাহলে এতে কোনো সমস্যা নেই এবং এতে কাপড় নাপাক হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 244 views
...