আসসালামু আলাইকুম,
১. মুফতী নজ্রুল ইসলাম কাসেমি দা.বা. প্রায়ই একটি দরুদ শরিফের কথা বলেন। আমি বাংলায় লিখে দিচ্ছি। যদি আপনারা মেহেরবানী করে আরবীটা লিখে দিতেন অথবা আরবীটা কোথায় পাবো বলে দিতেন খুবই উপকার হত।
বাংলা উচ্চারণঃ "আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আলান্নাবিয়্যিল উম্মিয়্যি, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহ"
২. কথা কাটাকাটির সময় স্বামী স্ত্রী দুইজন যদি দুই রুমে থাকে যেখান থেকে একজন আর একজনকে দেখতে পারে না, কেবল কথা শুনা যায়। এমন অবস্থায় যদি স্ত্রী তালাকের কথা বলে বা মজলিশের বাক্য বলে, তাহলে কি তালাকের মজলিশ হতে পারে? (এটা কেবলি জানার জন্য প্রশ্ন)