আমার কাছে সাড়ে ৭ ভরির অধিক স্বর্ণ থাকলে আমাকে কি মোট স্বর্ণের পরিমান এর উপর যাকাত দিতে হবে? নাকি সাড়ে ৭ ভরি বাদে বাড়তি যে পরিমান স্বর্ণ আছে তার উপর ভিত্তি করে দিতে হবে।শতকরা কি পরিমানে দিতে হবে?
যদি অই পরিমান টাকা না থেকে থাকে সেক্ষেত্রে কিভাবে দিতে হবে? আর যদি আমি কেউ কে টাকা ধার দিয়ে থাকি সেক্ষেত্রে অই টাকার জাকাত কি দিতে হবে? যেটা এই মুহুর্তে আমার হাতে নেই।