ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম রিলেশনে থাকাবস্থায় যদি কেউ একজন অন্যকে হাদিয়া দেয়, তাহলে হাদিয়া প্রেরণ ও গ্রহণের উক্ত পদ্ধতি হারাম হলেও যেহেতু এখানে হাদিয়া প্রেরক নিজ সন্তুষ্টিতে দিয়েছে, তাই প্রাপক উক্ত হাদিয়ার মালিক হয়ে যাবে।তবে যদি হারাম থেকে হাদিয়া দেয়া হয়, তাহলে প্রাপক হাদিয়া গ্রহণের পরও সেই হাদিয়ার মালিক হবে না।
সুতরাং আপনাকে যে, সম্পর্কের মানুষের হাদিয়া থেকে খাওয়ানো হয়েছে, যদি সেটা হারাম মাল থেকে না হয়, তাহলে আপনার জন্য নাজায়েয হবে না। হ্যা, হারাম মাল থেকে না হালাল থেকে ঐ ব্যক্তি হাদিয়া দিয়েছে? সে সম্পর্কে জানা না থাকলে, তখন এত্থেকে বেঁচে থাকাই উত্তম হবে। এবং গ্রহণ করে নিলে সেই পরিমাণ টাকা সদকাহ করে নেয়াটাই উত্তম হবে।
হাদিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1382
হারাম মাল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900