আসসালামু আলাইকুম। কন্যার অলির অনুমতি ব্যাতিত এক বিয়ে হয়েছে, তাতে মহর উল্লেখ করা হয়নি। এখন এই বিয়েতে কি মোহরে মিছাল প্রযোজ্য? এবং মোহরে মিছাল দিয়ে দিলে কি বিয়েটা শুদ্ধ হবে?
অর্থাৎ বিয়েতে মোহর উল্লেখিত না হলে তো মোহরে মিছাল দেওয়াতে সকল ইমামের ঐক্যমত রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সে বিয়ে সম্পর্কে যার বিয়েতে অলির অনুমতি নেই।