আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
198 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আ'লাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ,
جنينة ميسورة নামের অর্থ জানাবেন দয়া করে। আর মেয়ে বাবুর জন্য এই নাম উত্তম হবে কিনা। যদি না হয় তাহলে এর কাছাকাছি নামের অর্থের সাথে মিল রেখে একটা নাম বলে দিয়েন উস্তাজ। 
জাযাকাল্লাহু খইরন!

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার-৮৫৪০)
 

জুনাইনাহ শব্দের অর্থ হল ছোট বাগান। গ্রহণযোগ্য অনলাইন আরবী ডিকশনারিতে এ সম্পর্কে উল্লেখিত রয়েছে,
جُنَينة: (اسم)
الجمع : جُنَيْنات و جَنَائنُ
الجُنَيْنَةُ : مصغر الجَنَّة
: حديقة، بستان تزرع فيه أشجار الفواكه والأزهار اهتم بزراعة الأزهار في جُنَيْنَته الجُنَيْنَةُ :
الجنائن المعلَّقة: جنائن منشأة على شكل مدرجات أو سطوح مرفوعة عن الأرض

মাইসুরাহ শব্দের অর্থ হল, ধনী,সহজ ইত্যাদি।
المَيْسَرَةُ : مصدرٌ ميمي، وهي السُّهولةُ.
و المَيْسَرَةُ الغِنَى والثراء.
و المَيْسَرَةُ خِل...
المَيْسُورُ (المعجم المعجم الوسيط)
المَيْسُورُ : اليُسرُ، وهو مصدرٌ على وزن مفعول.
ومنه: خُذُ بميسورِه ودَعْ معسورَه. والجمع : مياسيرُ.
المَيْسِرَةُ (المعجم المعجم الوسيط)
المَيْسِرَةُ : اليُسر، أَو السُّهولة والغنى.

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি উপরোক্ত দু'টি নামের যেকোনো একটি রাখতে পারবেন।কেননা উভয় নামের অর্থ ভালো ও উত্তম। হ্যা, আপনি চাইলে নবীগনের স্ত্রী ও কন্যাদের নাম থেকেও রাখতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,140 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...