ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ভূমিকা
নির্ভরযোগ্য ফাতাওয়া গ্রন্থ ফাতাওয়ায়ে হিন্দিয়াতে উল্লেখ করা হয় যে,
তালাক তিন প্রকার।(ক)আহসান(বেশ ভালো)(খ)হাসান(ভালো)(গ)বিদআত
অতপর হাসান তালাকের ব্যখ্যায় বলা হয়,
والحسن أن يطلقها واحدة في طهر لم يجامعها فيه ثم في طهر آخر أخرى ثم في طهر آخر أخرى كذا في محيط السرخسي
তালাকে হাসান হলো, সহবাস মুক্ত তুহুরে (তুহুর হল, স্ত্রী মাসিক অবস্থা মুক্ত পবিত্রতম সময়)তালাক প্রদান করা।অতঃপর দ্বিতীয় সহবাস মুক্ত তুহুরে দ্বিতীয় তালাক দেয়া।অতঃপর তৃতীয় সহবাস মমুক্ত তুহুরে তৃতীয় তালাক প্রদান করা।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৪৮)
প্রথম ও দ্বিতীয় তালাকের পর রাজআত করা যায়।তথা ইদ্দতের ভিতর স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসবে।এরজন্য কোনো আনুষ্টানিকতার প্রয়োজন নেই।
রাজআতের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2579
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামীর বক্তব্য
"আমার স্বামী কথায় কথায় আমাকে বলে যে আমি তো তোরে তালাক দিছিলাম এখন তুই আমার সাথে থাকিস না আমি তোরে চাই না তুই চলে যা। আমার সাথে থাকলে তোর যিনা হবে।আমি আমার স্বামীকে বললাম যে তুমি তো বলছিলা তুমি রাগের মাথায় বলছো মন থেকে বলো নাই আমার স্বামী এখন আমাকে বলে না আমি মন থেকে তোরে তালাক দিছি তোরে! "
একথা দ্বারা তালাক পতিত হয়ে গেছে। তখন আপনার স্বামী যত তালাক দিয়েছিলো, তত তালাকই পতিত হবে। যদি সে তখন তিন তালাক দিয়ে থাকে, তাহলে তো তিন তালাকই পতিত হয়েছে। কিন্তু যদি সে এক বা দুই তালাক সরিহ দিয়ে থাকে, তাহলে স্বামীর উক্ত বক্তব্য "আমার সাথে থাকলে তোর যিনা হবে।" এ কথা দ্বারা নতুন করে আরো এক তালাক কেনায়া পতিত হবে।