আসসালামু আলাইকুম,
আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। ওষুধের কাচামাল (Raw Materials) বিভিন্ন দেশ থেকে কিনি।
এক্ষেত্রে ৪ টা পার্টি আছে -
১) আমি যে কোম্পানির হয়ে কাজ করি, ওষুধের কাচামাল কিনি (Buyer)
২) বিভিন্ন দেশে ওষুধের কাচামাল প্রস্তুতকারক (Manufacturer)
৩) ওষুধের কাচামাল প্রস্তুতকারকের সরবরাহকারী (Supplier)
৪) ওষুধের কাচামাল প্রস্তুতকারকের বাংলাদেশী এজেন্ট (Indenter)
অন্য প্রতিষ্ঠানের কেনা-কাটা আর ওষুধ কোম্পানির কাচামাল কেনার মধ্যে পার্থক্য আছে। সেটা হল -
ওষুধের প্রতিটি কাচামাল ২/৩ টা নির্দিষ্ট প্রস্তুতকারক (Manufacturer) থেকেই কিনতে হবে। যাদেরকে Audit করে Enlist করা হয়। চাইলেই যে কোন কাচামাল যে কোন প্রস্তুতকারক (Manufacturer) এর থেকে কেনা যায় না।
ব্যাবসা টা এখানে এভাবে হয়, Manufacturer এর কোন একটা Material এর মূল দাম ধরেন প্রতি কেজি ৫ ডলার, সেটা বাংলাদেশ পর্যন্ত পাঠাতে খরচ পড়বে আরো ২ ডলার প্রতি কেজি। সেক্ষেত্রে Manufacturer তার বাংলাদেশী এজেন্ট (Indenter) কে বলে দেয়, তুমি আমার Material টা বিক্রি করে দেও ৭ ডলার প্রতি কেজির দাম সাথে তোমার কমিশন প্রতি কেজি তে ৩ ডলার। তখন Indenter আমাদেরকে প্রাইজ দেয় প্রতি কেজি ১০ ডলার অথবা সে আরো প্রফিট করার জন্য আরো বেশি দাম, ধরেন ১৫ ডলার প্রতি কেজি আমাদেরকে বলে। এটা হল Over Pricing, ১৫ ডলারে বিক্রি করতে পারলে Indenter প্রতি কেজিতে ৮ ডলার নিজে রেখে দিবে আর Manufacturer কে প্রতি কেজির দাম ৭ ডলার দিয়ে দিবে।
এখন আমি এখানে কিছু ব্যাবসা করতে চাচ্ছি। সেক্ষেত্রে কোন টা আমার জন্য হালাল হবে সেটা জানতে চাচ্ছি।
১) আমি আরো কয়েকজন মিলে নিজেরা একটা ওষুধের কাচামাল প্রস্তুতকারকের বাংলাদেশী এজেন্ট (Indenter) এর লাইসেন্স করেছি। কিছু Material আমার কোম্পানি সহ অন্য ওষুধ কোম্পানিকে আমরা বিক্রি করবো। এক্ষেত্রে আমি যে কোম্পানিতে চাকরি করি, তাদের সাথে ব্যবসা করতে কোন বাধা আছে কিনা? কারণ আমি তো দিন শেষে তাদের Employee.
২) আমাদের অনেক Supplier / Indenter, Over Pricing করে, মূল মূল্য কেজি প্রতি ১০ ডলার হলে, তারা ধরেন ২০ ডলার করে দাম দেয়। এখন আমি অন্য কোন Indenter এর সাথে যদি এভাবে চুক্তি করি, প্রোডাক্টের মূল প্রস্তুতকারক যে তার থেকে আসল প্রাইজ টা নিয়ে, একই কোয়ালিটি এর প্রোডাক্ট আমার কোম্পানি কে অন্য Indenter থেকে কম দামে দিলাম, আর আমি চুক্তি অনুযায়ী আমার যে Indenter কম দামে দিচ্ছে তার থেকে আমার লাভ টা নিলাম, এটা কি হালাল হবে? বিষয় টা এরকম -
আমার কোম্পানি যেই জিনিস কেজি প্রতি ১০ ডলার দিয়ে কেনে (যেটার আসল মূল্য ৭ ডলার), সেটা আমি সেই এক-ই ম্যানুফেকচারার (প্রস্তুতকারক) এর থেকে, একই কোয়ালিটি এর জিনিস, অন্য এজেন্ট / Indenter এর মাধ্যমে ৯ ডলারে আমার কোম্পানি-কে যদি দেই, আর আমি ১ টাকা আর আমার এজেন্ট / Indenter ১ টাকা লাভ এর টাকা ভাগ করে নি, সেটা কি জায়েজ হবে?
৩) আমরা যে ম্যাটেরিয়াল কিনি তা কমপক্ষে ২ টা আলাদা ম্যানুফেকচারার এর থেকে কেনা হয়। মানে ২ জন প্রতিযোগী থাকে। ধরেন এক এজেন্ট (Indenter) প্রাইজ দিল কোন ম্যাটেরিয়ালের ১০ ডলার, আমি আরেক এজেন্ট (Indenter) কে বলে দিলাম আপনি ১০ ডলারের কমে দিতে পারলে অর্ডার টা পেতে পারেন। মানে তাকে জানিয়ে দিলাম অন্য জনের প্রাইস। তখন সে ৯.৫০ ডলার প্রাইজ দিল, আর অর্ডার টা পেয়ে গেল। আমাকে কিছু পারসেন্ট দিল তার লাভের। এটা কি জায়েজ হবে?
৪) কোন এজেন্ট (Indenter) এর কোন ম্যাটেরিয়াল এই চুক্তি তে আমার কোম্পানিতে এনলিস্ট করে দেওয়া যাবে এভাবে যে তিনি আমাকে ওই ম্যাটেরিয়ালে যা লাভ হয় তার থেকে কিছু পারসেন্ট দিবে?