জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন,
لَا تنتفوا الشَّيْبَ فَإِنَّه” نُوْرٌ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ شَابَّ شَيْبَةَ فِى الْإِسْلَامِ كُتِبَ لَه بِهَا حَسَنَةٌ وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيْئَةٌ وَرُفَعَ لَه بِهَا دَرَجَةٌ
অর্থ: ‘তোমরা সাদা চুল উপড়ে ফেলো না। কেননা সেগুলো কেয়ামতের দিন আলো হবে। আর যে মুসলিম ব্যক্তির চুল (বার্ধক্যজনিত কারণে) সাদা হয় তার প্রতিটি সাদা চুলের বিনিময়ে ১টি করে সাওয়াব তার ‘আমলনামায় লেখা হয় এবং ১টি করে গুনাহ মাফ করা হয় এবং ১টি করে মর্যাদা বৃদ্ধি করা হয়।’ (সহিহ ইবনু হিব্বান: ২৯৮৫)
কিছু মানুষের এমন হয় যে, চুল পাকার বয়স হয়নি, এমনি অল্প বয়সে রোগের কারণে মাথার চুল পেকে গিয়েছে। সেক্ষেত্রে সাদা চুল তোলা বা উপড়িয়ে ফেলা যাবে।
কিন্তু যদি বয়সের কারণে চুল পাকে, তাহলে সেই পাকা চুল তোলা বা উপড়ানো যাবে না। তা মাকরূহে তাহরীমী। তবে তাতে মেহেদী ব্যবহার করে তা লাল-মেহেদী রং করে সৌন্দর্য আনা যাবে। বরং তা উত্তম। রাসূলুল্লাহ (সা.) সাদা চুলে মেহেদী ব্যবহার করাকে পছন্দ করতেন।
(আহসানুল ফাতাওয়া, ৮ : ১৮৩)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(১.২)
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার যদি এখন চুল পাকার বয়স না হয়ে থাকে, এমনি অল্প বয়সে রোগের কারণে মাথার চুল পেকে গিয়ে থাকে,সেক্ষেত্রে আপনি পেকে যাওয়া চুল তুলতে পারবেন,বা না তুলে পরবর্তীতে কেচি দিয়ে কেটেও ফেলতে পারবেন।
কিন্তু যদি বয়সের কারণে আপনার চুল পাকে, তাহলে সেই পাকা চুল তোলা বা কেচি দিয়ে এভাবে কাটা যাবে না,এটি মাকরূহে তাহরীমী।
বিস্তারিত জানুনঃ-