আস্সালামু আলাইকুম হযরত,
আমি জানতাম গোসলের ফরজ তিনটি।
গড়গড়া সহিত কুলি,নাকের নরম জায়াগায় পানি পৌছানো এবং সমস্ত শরীর ভালো ভাবে ধৌত করা।
কিন্তু একজায়গায় দেখলাম সেখানে এক মুফতি সাহেব বলেছেন গড়াগড়া সহিত কুলি ও নাকের নরম জায়গায় পানি পৌছানো ফরজ নয় সুন্নত। ফরজ শুধু মুখে ও নাকে পানি দেয়াো শরির উত্তমরূপে ধৌত করা।
এখন আমার প্রশ্ন হযরত সঠিক কোনটা ? ফরজ কি শুধু মুখে ও নাকে পানি দেয়া ও ভালোভাবে শরির ধৌত করাই?