আসসালামু আলাইকুম
কোন ছেলে যদি মেয়ের খালা ও খালুর উপস্থতিতে মেয়েকে বিবাহ করে , তাহলে সে বিয়ে কি সম্পন্ন হয়ে যাবে? মেয়ের বাবা অনুপস্থিত এবং এ বিয়ে সম্পর্কে অজ্ঞাত থাকা সত্ত্বেও ?
এবং পুনরায় যদি পরিবারের সবার উপস্থিতিতে ওই ছেলে মেয়ে আবার কাবিন করে, আগের বিবাহ কে সবার কাছে অজ্ঞাত রেখে, এরূপ বিবাহ কি ইসলাম সমর্থন করে?
একই ব্যক্তিকে দুবার বিবাহ করা বিষয়ক ইসলামী বিধান কি?