بسم الله الرحمن الرحيم
জবাব,
https://www.ifatwa.info/8150 নং ফাতাওয়ায় বলা হয়েছে যে, আংটি রাসূলুল্লাহ সাঃ ব্যবহার করেছেন।এজন্য পুরুষ
মহিলা সবার জন্য আংটি ব্যবহার জায়েয। মহিলারা স্বর্ণ,রূপা ইত্যাদি
ধাতু দ্বারা আংটি ব্যবহার করতে পারবে।
তবে পুরুষের জন্য
স্বর্ণের আংটি ব্যবহারের কোনো অনুমোদন নেই।হ্যা রুপার আংটি ব্যবহারের অনুমোদন রয়েছে।কারো
কারো মতে তা সুন্নাত ও। কিন্তু রূপা ব্যতিত অন্য কোন ধাতু দ্বারা পুরুষরা কি আংটি ব্যবহার
করতে পারবে? এ সম্পর্কে
ফুকাহাদের মতবিরোধ রয়েছে,
এবং এ মতবিরোধের
কারণ আংটি সম্পর্কে পরস্পর বিরোধী হাদীস সমূহ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/8150
মোটকথা-
লোহার আংটি ব্যবহার
নিয়ে ফুকাহাদের মতপার্থক্য বিদ্যমান রয়েছে।কিছু সংখ্যক হারাম বলেন,তাদের দলীল প্রথম হাদীস।আবার কিছু সংখ্যক জায়েয
বলেন,তাদের দলীল শেষোক্ত দুইটি হাদীস।
প্রথম হাদীস অন্যান্য
হাদীসের মুকাবেলায় সনদের দিক দিয়ে দুর্বল,তাই কিছু সংখ্যক ফুকাহায়ে কেরাম লোহার আংটি ব্যবহারের রুখসত দিয়েছেন।কিন্তু
হানাফি মাযহাব অনুযায়ী পুরুষরা রুপার আংটি ব্যতীত অন্য কোনো আংটি ব্যবহার করতে পারবে
না।
শরীয়তের বিধান
হলো যদি কাহারো কাছে সোনা-রুপা, টাকা-পয়সা কিংবা বাণিজ্য-দ্রব্য- এগুলোর কোনোটি পৃথকভাবে পূর্ণ নিসাব পরিমাণ না থাকে, কিন্তু
এসবের একাধিক সামগ্রী এ পরিমাণ রয়েছে, যা একত্র করলে সাড়ে বায়ান্ন
তোলা রুপার সমমূল্য বা তার চেয়ে বেশি হয় তাহলে এক্ষেত্রে সকল সম্পদ হিসাব করে যাকাত
দিতে হবে।
(মুসান্নাফে
আবদুর রাযযাক হাদীস ৭০৬৬,৭০৮১; মুসান্নাফে
ইবনে আবী শায়বা ৬/৩৯৩)
আরো জানুনঃ
https://www.ifatwa.info/17417/
https://ifatwa.info/5680/
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১. প্রশ্নেল্লিখিত ছুরতে আংটিতে
রুপা মিশ্রিত থাকায় আপনার মালিকানাধীন ৪/৫ ভরি স্বর্ণ ও রুপার মূল্য মোট হিসেব করে
যাকাত আদায় করতে হবে। তবে আপনি যদি আংটিটি বিক্রি করে দেন এবং আপনার মালিকানায় উক্ত
স্বর্ণ ছাড়া অন্য কোন টাকা বা রুপা না থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে না।
২. যদি স্বামীর কোন আপত্তি
না থাকে এবং আপনাকে এই মর্মে মালিক বানিয়ে দেয় যে, আপনি উক্ত টাকা আপনার প্রয়োজনে যেভাবে
ইচ্ছা খরচ করতে পারেন তাহলে এতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।