আমি যত বার ই ওযুর আগে লজ্জাস্থান ধৌত করি না কেন ভিতরে হালকা আংগুল দিয়ে ডললে দেখা যায় আংগুলে হালকা স্রাব লেগে আছে যেটা চোখে এমনি দেখা যায় না। এভাবে দেখলে দেখা যায় ঘোলা হয়ে আছে। এরকম করে যতক্ষণ পরিষ্কার না হয় আমি ধুতেই থাকি। এতে তো নামাযের ওয়াক্ত চলে যায় বা অনেক দেরি হয়ে যায় এক ওযু করতে। এতে আমার নামায পড়তে অনেক সমস্যা হয়।
উপরোক্ত ফতোয়ায় দেখলাম সাদা স্রাব লজ্জাস্থানের বাইরে আসলেই কেবল ওযু ভাংগে। তাহলে ওযু করার আগে যখন লজ্জাস্থান ধুই তখন কয়েকবার ধুইলেই হবে? যদি আংগুল দিয়ে লজ্জাস্থানে ঘষে এভাবে দেখে ঘোলা লাগে তাও? এভাবেই ওযু করে বের হয়ে যাব? আর ওযু করার পর যদি সাদা স্রাব লজ্জাস্থানের বাইরে না আসে, শুধু জরায়ু থেকে হালকা বের হয়ে ভিজে থাকে যেটা আংগুল বা টিস্যু দিয়ে চেক করলে ভেজা দেখা যায় ওই অবস্থায় সেই ওযু দিয়ে পরের ওয়াক্তের নামায ও পড়তে পারব? প্লিজ উত্তর জানাবেন। আমি প্রতি ওয়াক্তে ওযু করি এই জরায়ু থেকে বের হয়ে হালকা ভিজে থাকার কারণে। অনেক সমস্যা আর সময় চলে যায়