জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।
আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.
কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
زَامَلَ (مُزَامَلَة) [زمل]
[যামালা] শব্দের অর্থঃ-
সহকর্মী হওয়া
সঙ্গী হওয়া
সহযাত্রী হওয়া।
সুতরাং زامل শব্দের অর্থঃ- সহকর্মী,সঙ্গী,সহযাত্রী।
جَمِيل [جمل]
[জামীল] শব্দের অর্থঃ-
সুন্দর
সুদর্শন
মনোরম
চমৎকার
অনুগ্রহ
ভাল কাজ
গলিত চর্বি।
أَحْمَد [حمد]
[আহ্মাদ] শব্দের অর্থঃ-
অধিকতর প্রশংসনীয়
হযরত মুহাম্মদ (স)-এর আরেক নাম।
(০২)
সুতরাং زامل أحمد নামের অর্থঃ-
সঙ্গী অধিকতর প্রশংসনীয়,সহকর্মী অধিকতর প্রশংসনীয়।
(০৩)
সুতরাং جميل أحمد নামের অর্থঃ-
সুন্দর/সুদর্শন,অধিকতর প্রশংসনীয়।
২/৩ নামের মধ্যে جميل أحمد নামটির অর্থ অধিক ভালো।