১। একজন ডেভেলপার হিসেবে আমাদের যখন পড়াশোনা করা লাগে আর পরে কোডিং করার ক্ষেত্রে আর পুরো কাজ করার ক্ষেত্রে যখন কোন সফটওয়্যার বা Robotics বা AI নিয়ে কাজ করতে হয় তখন সেখানে কিছু ক্ষেত্রে ইনফিনিটি ( infinity ) এর ব্যাবহার করতে হয় যাতে সফটওয়্যার তৈরি করে কাজ করা যায় আর পড়াশোনার খেত্রেও যখন ব্যাবহার করা হয় এখন এই ইনফিনিটি ব্যাবহার করলে কি ঈমান চলে যাবে কি নাকি এটা জায়েজ হবে ?
২। আর কেউ জুদি এরকম ইনফিনিটি ব্যাবহার করে হারাম কোন সফটওয়্যার বানায় যেমন গেমস বা আরও যেসব সফটওয়্যার আছে সেই ক্ষেত্রে কি ঈমান থাকবে কি ?