আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
180 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
recategorized by
১)কোনো মেয়ের যদি আজ এশার ওয়াক্তে হায়েজ শেষ হয়ে যায়, তাহোলে কি কাল ফজর থেকেই তার সালাত আদায় করা ফরজ? নাকি সে কাল জোহরের ওয়াক্তে গসুল করে সালাত আদায় করলেও হবে? আজকের এশা এবং কালকের ফজরের কাজা সালাত কি জোহরে আদায় করে নিতে হবে?
২)এক বোনের উপর সালাত ফরজ হয়ে যাবার পর তার দ্বীনের বুঝ কম থাকায় অতিতে অনেক ওয়াক্তের সালাত এবং রোজার মাসের কাজা সাওম গুলো আদায় করেনি,যারফলে অনেকগুলো সাওম জমা হয়ে গেছে, তার মনেও নেই যে কতগুলো হবে,তো এখন তার পূর্বের সমস্ত কাজা সালাত কি আদায় করতে হবে?  সে তো জানেওনা যে তার কত ওয়াক্ত সালাত কাজা হয়েছে,,এক্ষেত্রে তার করনীয় কি?

৩) কয়েক বছরের কাজা রোজগুলো এখন বোনটি দিতে চায়,, তো সে কতগুলো রোজা রাখবে? এবং তার নিয়ত কিভাবে  হবে? এবং পূর্বের বছরের পর বছরের যে কাজা সালাত গুলো আছে এগুলো কিভাবে পূরন করবে?

4)website bananor kaje sudhu ki purush manusher chobi beohar kora jabe?

upwork/freelancer.com theke web development kore ki earn kora halal hobe?

5) mrito bektir chobi ki nijer kache rakha jayej hobe...? phone e ba kagoje..

6)game development, video editing kora ki haram?

৭)বাধ্য হয়ে সৎ বাবার হারাম টাকায় খাওয়া পড়াশোনা করলে,কি দোয়া কবুল হবেনা!?

1 Answer

0 votes
by (573,870 points)
জবাবঃ- 
بسم الله الرحمن الرحيم

(০১)
শরীয়তের বিধান মতে পিরিয়ড এর ক্ষেত্রে নামাজের শেষ সময় ধর্তব্য।
অর্থাৎ নামাজের শেষ সময়ে  যদি কাহারো পিরিয়ড শুরু হয়,তাহলে তার উক্ত নামাজের কাজা আদায় করতে হবেনা।
,
কাহারো নামাজের শেষ সময়ে এসে পিরিয়ড শেষ হয়,
তাহলে যদি সেই সময় গোসল করে সেই নামাযের তাকবীর বাঁধার মত সময়ও বাকি থাকে, তাহলে উক্ত নামাযটি আদায় করা আবশ্যক হয়ে যায়। আর যদি গোসল করে তাকবীর বাঁধার মত সময় না পাওয়া যায়, তাহলে সেই নামায আদায় করা আবশ্যক নয়।
,
এখানেও নামাজের শেষ সময় ধর্তব্য।
,
হাদীস শরীফে এসেছেঃ 

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ يَزِيدَ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، - وَهُوَ ابْنُ سَمَاعَةَ - قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ، مِنْ بَنِي أَسَدِ قُرَيْشٍ أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَتْ أَنَّهَا تُسْتَحَاضُ فَزَعَمَتْ أَنَّهُ قَالَ لَهَا " إِنَّمَا ذَلِكِ عِرْقٌ فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي " .
ইমরান ইবনু ইয়াজিদ (রহঃ) ... উরওয়া (রাঃ) থেকে বর্ণিত যে, কুরাইশ বংশের আসা’দ গোত্রের ফাতিমা বিন্ত কায়স (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন যে, তার ইস্তিহাযা হয়। তিনি মনে করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এ একটি শিরা (শিরার রক্ত) বিশেষ। অতএব যখন হায়য আরম্ভ হবে তখন সালাত ছেড়ে দেবে। আর যখন তা বন্ধ হবে তখন গোসল করবে এবং তোমার ঐ রক্ত ধুয়ে ফেলবে। অতঃপর সালাত আদায় করবে।

সহিহ, বুখারি হাঃ ৩০৬, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৬৫৯।

أَخْبَرَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ حَدَّثَنَا سَهْلُ بْنُ هَاشِمٍ، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَقْبَلَتِ الْحِيضَةُ فَدَعِي الصَّلاَةَ وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي

হিশাম ইবনু আম্মার (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন হায়েয আসে তখন সালাত ছেড়ে দেবে, আর যখন তা বন্ধ হয়ে যায়, তখন গোসল করবে।
সহিহ, বুখারি ও মুসলিম।

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কোনো মেয়ের যদি আজ ইশার ওয়াক্তে হায়েজ শেষ হয়ে যায়,তাহলে তাক আজ ইশার ওয়াক্ত থেকেই সালাত আদায় করতে হবে।
সুতরাং তাকে ইশার ওয়াক্তের মধ্যেই গোসল করে ইশার সালাত আদায় করতে হবে।
এটি তার উপর ফরজ।

সে যদি কাল জোহরের ওয়াক্তে গোসল করে জোহরের সালাত আদায় করে,সেক্ষেত্রে তাকে আগের দিনের ইশা ও ফজরের নামাজের কাজা আদায় করতে হবে। 
ইশা ও ফজরের নামাজ কাজা করা দরুন তার মারাত্মক ও কঠিন গুনাহ হবে।

(০২)
বালেগাহ হওয়ার পর থেকে নিয়ে অনাদায়ী পূর্বের সমস্ত সালাত ও রোযার কাজা আদায় করতে হবে।

এক্ষেত্রে প্রবল ধারণার ভিত্তিতে নামাজ ও রোযার সংখ্যা নির্দিষ্ট করে নিয়ে আদায় করতে থাকবে।

(০৩)
এক্ষেত্রে কাজা রোযা এবং কাজা সালাত আদায়ের নিয়ত সংক্রান্ত বিস্তারিত জানুনঃ- 

(০৪)
ক,
হ্যাঁ, যাবে।
তবে শর্ত হলো ঐ ছবি প্রিন্ট করা যাবেনা।
ঐ ছবি প্রিন্ট করা হলে তাহা জায়েজ হবেনা।

খ,
উক্ত ওয়েবসাইট থেকে টাক ইনকামের ক্ষেত্রে যদি শরীয়াহ বিরোধী কোনো কাজ না করতে হয়,সেক্ষেত্রে ইনকাম হালাল হবে।

(০৫)
কাগজে রাখা কোনোভাবেই জায়েজ হবেনা।মাহরাম কাহারো ছবি ফোনে রাখার ব্যপারে উলামায়ে কেরামদের মতবিরোধ রয়েছে। 
বিশেষ প্রয়োজনে ছাড়া ফোনে না রাখাই সতর্কতা।

(০৬)
গেম ডেভলপমেন্ট করা জায়েজ নেই।

হালাল ভিডিও ডেভলপমেন্ট করা জায়েজ আছে। তবে নাজায়েজ কোনো ভিডিও ডেভলপমেন্ট করা জায়েজ নেই।

বিস্তারিত জানুনঃ- 

(০৭)
আপনার ভরনপোষণ তো আপনার নিজের বাবার উপর আবশ্যক। 

এভাবে সৎ বাবার হারাম টাকায় খাওয়া পড়াশোনা করলে,দোয়া ইবাদত কবুল হবেনা।

এক্ষেত্রে পরবর্তীতে সামর্থবান হওয়ার পর সমপরিমাণ টাকা ছওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করে দিতে হবে।

উল্লেখ্য আপনি নিজেই যদি বালেগাহ হয়ে থাকেন,নেসাব পরিমাণ সম্পদের যদি মালিক না হয়ে থাকেন,সেক্ষেত্রে আপনি যেহেতু শরীয়িতের পরিভাষায় ধনী নন,ফকির বা দরিদ্র।
তাই আপনার জন্য আপনার সৎ বাবার হারাম টাকা গ্রহন জায়েজ আছে।
সুতরাং এক্ষেত্রে আপনার সৎ বাবার হারাম টাকায় খাওয়া পড়াশোনা করলে,দোয়া ইবাদত কবুল হবে।

আরো জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...