وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গুনাহের কাজ যেমন নিজে করা জায়েজ নেই,গুনাহের কাজে সহযোগিতা করাও জায়েজ নেই।
গুনাহের কাজে সহযোগিতা করা গুনাহ করারই নামান্তর।
বিধায় তাহা জায়েজ নেই।
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
হাদীস শরীফে এসেছেঃ-
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ اتَّبَعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا
মালিক (রহঃ) বলেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেনঃ যেকোন আহবানকারী হিদায়াতের দিকে আহবান করিবে তবে তাহাকে তাহার অনুসরণকারীদের সমান পুণ্য দেওয়া হইবে। অনুসরণকারীদের পুণ্য হইতে বিন্দুমাত্র কম করা হইবে না। আর যেকোন আহবানকারী পথভ্রষ্টতার দিকে আহবান করিবে, তবে তাহার উপর অনুসরণকারীদের পাপসমূহের সমান পাপ বৰ্তাইবে। তাহাতে অনুসরণকারীদের পাপসমূহের এতটুকুও কম করা হইবে না।
(মুয়াত্তা মালিক ৪৯৬)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
মুসলিম কমিউনিটির একটা সুন্দর কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে,দ্বীনের স্বার্থে আপনি এপটি বানাতে পারেন।
তবে এক্ষেত্রে এপটির রুলস থাকতে হবে।
যাহা উক্ত এপ ব্যবহারে আগ্রহী সকলকে জানিয়ে দিতে হবে।
রুলস এমন ভাবে ঘর আকারে সাজিয়ে দিতে হবে,যাতে উক্ত এপ ব্যবহারের আগেই যেনো তাকে সেই ঘর পূরন করে এপটি ব্যবহার করতে হয়।
সেই রুলস মানলে সে উক্ত এপ ব্যবহার করতে পারবে,অন্যথ্যায় নয়।
এক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়ন্ত্রনকারী থাকতে হবে।
কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়ন্ত্রনকারী হিসেবে যে থাকবে,সে সকলকে এটিও জানিয়ে দিবে যে নিয়ন্ত্রনকারী অজান্তে শরীয়াহ বিরোধী কোনো পোস্ট হয়ে গেলে তাতে নিয়ন্ত্রনকারী দায়ী নয়,বরং পোস্ট দাতাই দায়ী থাকবে।
রুলস হিসেবে লিখতে হবে যে,
অনৈসলামীক কিছু পোস্ট করা যাবেনা,অনৈসলামীক কোনো add থাকবেনা।
নারীদের কোনো ছবি থাকবেনা।
বাদ্য-বাজনা সম্বলিত কিছু থাকবেনা।
অশ্লীল ও যৌন সুড়সুড়ি দেয় এমন কিছু থাকতে পারবে না। কারণ, এসব পোস্ট পড়লে এর মাধ্যমে অনেকে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হবেন।
ইসলামী শরিয়তে হারাম, নিষিদ্ধ, গর্হিত—এ ধরনের কোনো বিষয় যদি সেখানে এসে যায়, তাহলে সেটাও নিষিদ্ধ হবে। যেমন শিরক শিক্ষা দিচ্ছে, যৌনতার শিক্ষা দিচ্ছে, মাদকাসক্ত হওয়ার জন্য শিক্ষা দিচ্ছে, যদি এমনি কিছু সেখানে থাকে, তাহলে সেগুলো পোস্ট করা যাবেনা।
সবথেকে ভালো হয়,Approved করা না করার ক্ষমতাটি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়ন্ত্রনকারীর হাতে থাকা।