আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
181 views
in সালাত(Prayer) by (16 points)
আমার রুমমেট স্বলাত পড়ার সময় কিছু শব্দ জোরে বলে এতে আমরা শুনতে পায় ক্লিয়ার করে, আমি জানি হানাফি ফিকহ অনুযায়ী এটা নিষিদ্ধ, দয়া করে ক্লিয়ার করে বলবেন প্লিজ
জবের এপ্লিকেশন এর জন্য মুখ খোলা ছবি দিতে হয় এটার বিধান কি মেয়েদের জন্য
যে মেয়ের বাবা তার ভরনপোষণ দেয় না তার জব করারা বিধান কি, মেয়েটি যদি অবিবাহিত হয়, বাবা বিয়ে যদি না দেয়।
by (13 points)
assalamualaikum....apumoni....meyera salate jore jore porte parbe ki na...!?
etar uttor ekhane ami ekta proshne peyechi....ami apnake seta copy paste kore dilam niche...asha kori ei bishoy ta jante parben bon....

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

আপনি ফজর,মাগরিব,এশা উচ্ছস্বরে এমনকি সুউচ্ছস্বরে তিলাওয়াত করতে পারবেন।তবে জোহর,আসরের নামাযে নিজে শ্রবণ করা যায়,বা নিকটবর্তী ব্যক্তি শুনে, এরচেয়ে বেশী উচ্ছস্বরে তিলাওয়াত করতে পারবেন না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2570

(আল্লাহ-ই ভালো জানেন)
--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

1 Answer

0 votes
by (64,500 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/5508/ নং ফাতওয়াতে আমরা বলেছি যে,

মহিলারা  সকল নামাজেই এই রকম আস্তে আওয়াজে তেলাওয়াত করবে, যেমনটি পুরুষরা আস্তে কেরাতের নামাজে পড়ে থাকে।

অর্থাৎ নিজ কানে যেনো আওয়াজটি  আসে।  

কখনো যদি আবদ্ধ ঘরে যেখানে কোনো পুরুষ নেই,জোড়ে আওয়াজে পড়ে, তাহলেও নামাজ হয়ে যাবে। নামাজ পুনরায় আদায় করতে হবে না। ফাতাওয়ায়ে শামী ১;৫০৪

 

اعلم أنہماختلفوا في حد وجود القراء ة علی ثلاثة أقوال: فشرط الہندواني والفضیلي لوجودہا: خروج صوت یصل إلی إذنہ وبہ قال الشافعي واختار شیخ الإسلام وقاضي خاں وصاحب المحیط والحلواني قول الہندواني کذا في معراج الدرایة، ونقل في المجتبی عن الہندواني أنہ لا یجزیہ مالم تسمع أذناہ (سامي: ۲/۲۵۲، کتاب الصلاة باب صفة الصلاة، ط: زکریا دیوبند)

যার সারমর্ম হলো কান পর্যন্ত যেনো আওয়াজ আসে, এরকম স্বরে কিরাত পড়তে হবে।  

 

দারুল উলুম দেওবন্দ এর ফাতওয়ার লিংকঃ   

https://darulifta-deoband.com/home/ur/Salah-Prayer/24699

 

কেরাত পড়ার সর্বোত্তম পদ্ধতি হল এমনভাবে পড়া, যেন সে নিজে শুনতে পায়। আর সর্বনিম্ন এতটুকু তো অবশ্যই জরুরি যে, সহীহ-শুদ্ধভাবে হরফ উচ্চারণ করা হবে এবং ঠোঁট-জিহবার নড়াচড়া  দেখা যাবে।

 

অতএব কেরাত পড়ার সময় জিহবা ও ঠোঁট ব্যবহার করে মাখরাজ থেকে সহীহ-শুদ্ধভাবে হরফ উচ্চারণ করতে হবে। অন্যথায় শুধু মনে মনে পড়ার দ্বারা কেরাত আদায় হবে না।

 

حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي عُمَارَةُ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ قَالَ نَعَمْ. قُلْنَا بِأَىِّ شَىْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ قَالَ بِاضْطِرَابِ لِحْيَتِهِ.

আবূ মা‘মার (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা খাববাব (রাযি.)-কে জিজ্ঞেস করলাম, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুহর ও ‘আসরের সালাতে কিরাআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা প্রশ্ন করলাম, আপনারা কী করে তা বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়ায়। (বুখারী শরীফ ৭৪৬, (আধুনিক প্রকাশনীঃ ৭১৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ৭২৪)

 

কমপক্ষে জিহবা ও ঠোট নাড়িয়ে আস্তে আওয়াজে উচ্চারণ করতে হবে।

এতটুকু আওয়াজ হতে হবেযে ফ্যান বা অন্যান্য আওয়াজ যদি সেখানে না থাকতোতাহলে আস্তে হলেও নিজ কান পর্যন্ত সেই আওয়াজ আসতো।

 

কিরাআত সংক্রান্ত আরো জানুনঃ  

https://ifatwa.info/5375/

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

 

মহিলাদের জন্য জহর ও আসরের নামাজে কোনো ভাবেই জোরো তেলাওয়াত করা যাবে না। এমনকি এই দুই নামাজে পুরুষদের জন্যই জোরো তেলাওয়াত করা নিষিদ্ধ। সুতরাং মহিলাদের জন্য উত্তম হলো যে, মহিলারা  সকল নামাজেই এই রকম আস্তে আওয়াজে তেলাওয়াত করবে, যেমনটি পুরুষরা আস্তে কেরাতের নামাজে পড়ে থাকে। অর্থাৎ নিজ কানে যেনো আওয়াজটি  আসে এবং পাশের কেউ স্পষ্টভাবে শুনতে না পায়। তবে  কখনো যদি মহিলারা আবদ্ধ ঘরে যেখানে কোনো পুরুষ নেই, (মাগরীব, এশা ও ফজরের নামাজে) জোড়ে আওয়াজে পড়ে, তাহলেও নামাজ হয়ে যাবে। নামাজ পুনরায় আদায় করতে হবে না। ফাতাওয়ায়ে শামী ১;৫০৪


মহিলাদের জন্য বাইরে চাকরী করা সম্পর্কে বিস্তারিত জানুনhttps://ifatwa.info/5338/

পরীক্ষা দেওয়ার সময় হাত-মুখ খোলা বাধ্যতামূলক হলে করণীয় কি- https://ifatwa.info/30017/

ফরমে ছবি যুক্ত করে ভর্তি হওয়া প্রসঙ্গে জানুন - https://ifatwa.info/69191/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...