ইউটিউবে মেয়েদের প্রয়োজনীয় অনেক ভিডিও থাকে যেমন ত্বকের যত্ন,সঠিক প্রসাধনী ব্যাবহার,চুলের যত্ন, শরীরের যত্ন, ব্যায়াম (এগুলো প্রতিটাই আলাদাভাবে খুবই গরুত্বপূর্ণ) ইত্যাদি যেগুলো মাঝে মাঝে খুবই দরকারি জানার জন্য। আবার কোনো প্রসাধনী কিনার পূর্বে অনেক ব্লগার রা সেই পণ্যের উপর ভিডিও তৈরি করে থাকেন যে সেটা কেমন.. কাদের জন্য ভালো, কিভাবে ব্যাবহার করলে উপকার পাওয়া যাবে ইত্যাদি। আবার বিভিন্ন গোপন বিষয় যেমন কোন ধরনের অন্তর্বাস ভালো হবে এইসব। মহিলাদের বিভিন্ন চিকিৎসা, মানসিক সুস্থতা ইত্যাদি নিয়েও ভিডিও থাকে।
কিন্তু এইসব ভিডিওতেই থাকে বেপর্দা বোন,মিউজিক, AD - যা হারাম।
কিন্তু স্বামীর কাছে আরো আকর্ষণীয় হওয়ার জন্য, তার হক আরো উত্তম রূপে আদায় করার জন্য, সঠিক পণ্যের উপর অর্থ ব্যয়ের জন্য,পণ্যের উত্তম ব্যাবহারের জন্য এগুলো দেখলে হোয়তো খুব উপকৃত হতাম ।
স্বামীর হোক আদায় ই প্রধান উদ্দেশ্য।
১) উস্তাদ এই অবস্থায় আমি কি এই ভিডিও গুলো দেখতে পারবো? শুধু প্রয়োজনীয় গুলোই দেখবো ইং শা আল্লাহ।
আমার সাথে যদি কোনো ছোট বাচ্চা সালাত আদায় করতে চায়, ওর জন্য আমি কি নামজে যা পড়ছি টা একটু জোড়ে জোড়ে পড়তে পারবো? ও শুনে শুনে বলবে শুধু। আমি আমার মত নামজ পরে যাবো, ওর জন্য কোথাও থামা বা কিছু করবো না আমি আমার মত পড়ে যাবো।
২) এতে কি আমার নামায হবে?