বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ তা'আলা বলেন,
نِسَآؤُكُمْ حَرْثٌ لَّكُمْ فَأْتُواْ حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَقَدِّمُواْ لأَنفُسِكُمْ وَاتَّقُواْ اللّهَ وَاعْلَمُواْ أَنَّكُم مُّلاَقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর। আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা কর এবং আল্লাহকে ভয় করতে থাক। আর নিশ্চিতভাবে জেনে রাখ যে, আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাত করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও।(সূরা বাকারা-২৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্ত্রীর শারিরিক অসুবিধে থাকলে,স্ত্রীর হাত দ্বারা হস্তমৈথুনের অনুমোদন রয়েছে।তবে নিজ হাত দ্বারা হস্তমৈথুনের অনুমোদন সাধারণত নাই।
পূর্বে একটি ফাতাওয়ায় নিজে নিজে হস্তমৈথুন সম্পর্কে আমরা বলেছিলাম।
বিশিষ্ট ফকিহ আল্লামা রশিদ আহমদ রাহ বলেন,
হস্তমৈথুন সম্পূর্ণ হারাম ও নাজায়েয । তবে কেউ কেউ যেমন আল্লামা হাসক্বফী রাহ মনে করেন,যিনা-ব্যবিচার থেকে বাঁচতে কেউ হস্তমৈথুন করে ফেললে তাকে শাস্তি দেয়া হবে না।(আহসানুল ফাতাওয়া-৮/২৪৯) বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/4344
স্ত্রী থেকে দূরে থাকার কারণে হস্তমৈথুনের বৈধতার কোনো সুযোগ নাই। স্বামী হয়তো স্ত্রীর নিকট আসবে অথবা স্বামী রোযা রাখবে। হ্যা, স্ত্রীর সাথে কথা বলতে বলতে লিঙ্গকে স্পর্শ করা ব্যতিত যদি এমনিতেই বীর্যপাত হয়ে যায়, তাহলে এতেকরে কোনো গোনাহ হবে না।