ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) ঈমান আকিদা বিষয়ে ভালভাবে জানতে ও বুঝতে শুধুমাত্র সূরা সবার জন্য সহজসাধ্য হবে না।বরং আয়াতের ব্যখ্যা ও তাফসীর জানতে হবে। তাছাড়া এ বিষয়ে নির্দিষ্ট কোনো সূরা নেই বরং বিক্ষিপ্তভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আপনি সূরা ইখলাছ,সূরা কাফিরুন,আয়াতুল কুরসি,সূরা হাশরের শেষ তিন আয়াতের তাফসির পড়বেন।
(২)
আপনার জন্য সহজ হবে,আপনি আকিদা বিষয়ক কিতাব ক্রয় করে নিবেন। 'আকিদাতুত তাহাবি', 'ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ' ইত্যাদি।
(৩) দলীল সহ নামাযের মাসাঈল। মাও আব্দুল মতিন।
(৪) ওখানে বিভিন্ন কিতাবের হাদিস দেওয়া হয়েছে, পড়তে পারেন। প্লেস্টোরের সবগুলো তো আর পড়া হয়ে উঠেনি, তাই সবগুলো হাদিস সম্পর্কে তো আর কিছু বলা যাচ্ছে না। তবে বুখারী,মুসলিম ইত্যাদির রেফারেন্স দিয়ে হাদিস দেখানো হচ্ছে, পড়তে পারেন।সন্দেহ হলে, মূল কিতাব দেখে পড়ে নিবেন।
(৫) হিসনুল মুসলিম কিতাবের দু'আ দুরুদ ওখানে দেওয়া হয়েছে, সুতরাং আপনি পড়তে পারবেন।