আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
123 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (5 points)
আসসালামু আলাইকুম,

আমার প্রশ্নটি হলো, কোনো বাবা মা তাদের মৃত সন্তানের জন্য রোজা রাখতে পারবে কি ? উল্লেখ্য যে, সন্তান জন্মের পর পরই মারা গিয়েছে । এক্ষেত্রে রোজা রাখা কি জায়েজ হবে এবং এর কোনো ফল পাওয়া যাবে?

1 Answer

0 votes
by (573,870 points)
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم


মাইয়্যিতের পক্ষ থেকে তার ছুটে যাওয়া রোযা আদায় করা জায়েজ নেই।
এক্ষেত্রে মাসয়ালা হলো প্রত্যেক রোযার বিনিময়ে একটি করে ফিদইয়াহ আদায় করা।

হাদীস শরীফে এসেছেঃ- 
موطا امام  مالک
"أن عبد الله بن عمر كان يسأل: هل يصوم أحد عن أحد أو يصلي أحد عن أحد؟ فيقول: «لا يصوم أحد عن أحد ولا يصلي أحد عن أحد»."

(كتاب الصيام، باب النذر في الصيام والصيام عن الميت، ج: 1، ص: 303، ط: دار إحياء التراث العربي)
সারমর্মঃ-
আব্দুল্লাহ ইবনে ওমর রাযিঃ কে এক ব্যাক্তি জিজ্ঞাসা করিলো,কেউ কি কাহারো পক্ষ থেকে (ফরজ) রোযা রাখতে পারবে? কেউ কি কাহারো পক্ষ থেকে (ফরজ) নামাজ আদায় করতে পারবে? 
তিনি জবাব দিয়েছেন যে,কেউ কাহারো পক্ষ থেকে ফরজ রোযা,ফরজ নামাজ আদায় করতে পারবেনা।

ফাতাওয়ায়ে শামীতে আছেঃ- 

فتاوی شامی
"الأصل أن كل من أتى بعبادة ما،له جعل ثوابها لغيره وإن نواها عند الفعل لنفسه لظاهر الأدلة۔۔۔ (العبادة المالية) كزكاة وكفارة (تقبل النيابة) عن المكلف (مطلقا)۔۔۔ والبدنية) كصلاة وصوم (لا) تقبلها."
(كتاب الحج، باب الحج عن الغير، ج: 2 ص: 595-598، ط: دار الفكر بيروت)
সারমর্মঃ-
মূলনীতি হলো,প্রত্যেক যেই বস্তু ইবাদত বলে গন্য হবে,তার ছওয়াব নিজের জন্য, অপরের জন্যেও পাঠাতে পারবে। যেমন,যাকাত,কাফফারা,নামাজ,রোযা।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত বাবা মা তাদের মৃত সন্তানের জন্য রোজা রাখতে পারবে।
এই রোজা নফল রোযা বলে গন্য হবে।
এক্ষেত্রে তাদের সন্তান সেই রোযার ছওয়াব পাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...