আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
109 views
in সালাত(Prayer) by (21 points)
আমার শারিরিক অবস্থা ভালো না থাকায় আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে ২৪ ঘন্টা সেলাইন দিবে ইঞ্জেকশন দিবে, এখন সেলাইন দিলে তহ হাতে টেপ থাকে লাগানো,সাথে নড়াচরা করা যায় না, আর আমি শুনেছি একটানা সেলাইন চলতে হয়, এই অবস্থায় আমি কিভাবে অজু, নামাজ পরব?

1 Answer

0 votes
by (62,670 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://ifatwa.info/55479/ নং ফাতওয়াতে উল্লেখ রয়েছে যে,

শরীয়তের বিধান হলো যদি কারো শরীরের অধিকাংশ জায়গা ক্ষত হয়, তাহলে সে তায়াম্মুম করবে। আর ক্ষত জায়গায় মাসাহ করবে। (মাসাহ করাটাও) সমস্যা হলে সেই জায়গা ছেড়ে দিবে। 

 

যদি অধিকাংশ জায়গা ভালো থাকে,তাহলে তায়াম্মুম করিবেনা, বরং ধৌত করিবে।

ক্ষতস্থানের জায়গা  যদি শরীরের অন্যান্য অঙ্গ মলে মলে ধোয়ার মতো এই জায়গা ধোয়া না যায়, তাহলে শুধু পানি প্রবাহিত করে দিবে। যদি পানি প্রবাবিত করে দেওয়া ক্ষতিকর হয়, তাহলে মাসাহ করে নিবে অর্থাৎ সামান্য ভেজা আঙ্গুল হালকা ভাবে যখমের স্থানের উপর ফিরিয়ে নিবে।

যদি মাসেহ করাটাও ক্ষতিকর হয়, কঠিন হয়, তাহলে সেই অঙ্গ আপন অবস্থায়  ছেড়ে দিবে, বাকি অঙ্গ ধুয়ে ফেলবে। সেই স্থান এমতাবস্থায়  শুকনো রাখা যাবে। (কিতাবুন নাওয়াজেল ৫/৩০১)

    

হাদীস শরীফে এসেছেঃ  

عَنْ جَابِرٍ، قَالَ خَرَجْنَا فِي سَفَرٍ فَأَصَابَ رَجُلاً مِنَّا حَجَرٌ فَشَجَّهُ فِي رَأْسِهِ ثُمَّ احْتَلَمَ فَسَأَلَ أَصْحَابَهُ فَقَالَ : هَلْ تَجِدُونَ لِي رُخْصَةً فِي التَّيَمُّمِ؟ فَقَالُوا مَا نَجِدُ لَكَ رُخْصَةً وَأَنْتَ تَقْدِرُ عَلَى الْمَاءِ فَاغْتَسَلَ فَمَاتَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صلي الله عليه وسلم أُخْبِرَ بِذَلِكَ فَقَالَ : " قَتَلُوهُ قَتَلَهُمُ اللهُ أَلَّا سَأَلُوا إِذْ لَمْ يَعْلَمُوا فَإِنَّمَا شِفَاءُ الْعِيِّ السُّؤَالُ إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَتَيَمَّمَ وَيَعْصِرَ " . أَوْ " يَعْصِبَ " . شَكَّ مُوسَى " عَلَى جُرْحِهِ خِرْقَةً ثُمَّ يَمْسَحَ عَلَيْهَا وَيَغْسِلَ سَائِرَ جَسَدِهِ " .

জাবির (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা কোন এক সফরে বের হলে আমাদের মধ্যকার একজনের মাথা পাথরের আঘাতে ফেটে যায়। ঐ অবস্থায় তার স্বপ্নদোষ হলে সে সাথীদের জিজ্ঞেস করল, তোমরা কি আমার জন্য তায়াম্মুমের সুযোগ গ্রহণের অনুমতি পাও? তারা বলল, যেহেতু তুমি পানি ব্যবহার করতে সক্ষম, তাই তোমাকে তায়াম্মুম করার সুযোগ দেয়া যায় না। অতএব সে গোসল করল। ফলে সে মৃত্যুবরণ করল। আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলে তাঁকে বিষয়টি জানানো হলো। তিনি বললেনঃ এরা অন্যায়ভাবে তাকে হত্যা করেছে। আল্লাহ এদের ধ্বংস করুন। তাদের যখন (সমাধান) জানা ছিল না, তারা কেন জিজ্ঞেস করে তা জেনে নিল না। কারণ অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞেস করা। ঐ লোকটির জন্য তায়াম্মুম করাই যথেষ্ট ছিল। আর যখমের স্থানে ব্যান্ডেজ করে তার উপর মাসাহ্ করে শরীরের অন্যান্য স্থান ধুয়ে ফেললেই যথেষ্ট হত। (আবু দাউদ ৩৩৬.বায়হাক্বী (১/২২৮), দারাকুতনী (১/১৯০)

 

আরো জানুনঃ-

https://ifatwa.info/8828/

 

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!


. প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি অন্যের সাহায্য নিয়ে অর্থাৎ আপনার বেডের পাশে বালতি  ধরে তাতে অন্যের সাহায্য নিয়ে অযু করে নিবেন আর যেই হাতে টেপ থাকবে সেই হাতের যতটুকু ধৌত করা সম্ভব ততটুকু ধৌত করবেন এবং বাকী অংশটা অর্থাৎ সেই অংশে পানি পৌছানো সম্ভব হয়নি সেখানে সামান্য ভেজা হাত দিয়ে টেপের বা ব্যান্ডেজের উপর ফিরিয়ে নিবেন।

 

২. প্রশ্নোক্ত ক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে ডাক্তারের পরামর্শ ক্রমে স্যালাইন কিছু সময়ের জন্য খুলে রেখে স্বাভাবিক ভাবে নামাজ পড়বেন। আর যদি এটা সম্ভব না হয় তাহলে স্যালাইন হাতে নিয়ে বসে বসে ইশারাতে রুকু-সেজদা করে নামাজ পড়ে নিবেন।  

আরো বিস্তারিত জানুন- ifatwa.info/23187/


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 137 views
...