Assalamualaikum rahmatullahi barkathu,
আমার প্রাণের থেকেও প্রিয় মুফতি ওলী উল্লাহ হুজুর এর নিকট একটা ছোট্ট বিষয় জানতে প্রশ্ন। ৪ বার উত্তর পায়নি প্লিজ এইবার অন্তত উত্তর দিয়েন । আশা করছি জবাব দিয়ে সাহায্য করবেন।
Ami kokhono ai rokom prosno korbona. Plz jobab diye sahajjo korun oliwallah huzur. Apnar hat, paa dhorchi.p
হুজুর অন্তত একবার জবাব দিয়েন। আর কষ্ট দিয়েন না। অপেক্ষায় থাকলাম। এই বিষয় এ আর প্রশ্ন করবো না।
1. Ifatwa তে প্রশ্ন সার্চ করছিলাম । প্রশ্ন টা এমন হলো= " এ ভাবে কি তালাক হয়"
যখন আমি প্রশ্ন লিখতে গিয়ে তালাক শব্দ টা লিখছিলাম তখন স্ত্রীর কথা মনে পড়ে জাই । মনে হলো প্রশ্ন টা লেখার সময় ইচ্ছাকৃত ভাবে কি তালাক শব্দ টা লিখছি।মনে হচ্ছিল সত্যি সত্যি স্ত্রী কে বলছি মনে মনে বলা হচ্ছে, নিয়ত ছিল এমন ভাবনা চলে এসেছে। আসলে আমি প্রশ্ন সার্চ করছিলাম আর কোনো কোনো কারণ ছিল না এর জন্য কি তালাক হবে?
২. মনে মনে শর্ত তালাক এর ভাবনা হয়েছিল, তাই নিয়ে প্রশ্ন করেছিলাম। মনে মনে কিছু হয়না। কিন্তু এখন মনে মনে হচ্ছে হয়ত সত্যি সত্যি বলছি ,বা প্রশ্ন করেছি। এমন ভাবনা হচ্ছে । এখন যদি সেই কাজ করা হয় তাহলে কি তালাক হবে?
৩. শর্ত তালাকের ভাবনা মাথায় ঘুরছিল দিয়ে হটাৎ " হ্যাঁ উচ্চরণ হয়। এর জন্য কি তালাক হবে?
৪. প্রয়োজন এ তালাক শব্দটা লিখতে হচ্ছে , কিছুক্ষন পর মনে হচ্ছে সত্যি সত্যি লিখলাম নাকি এমন হচ্ছে,?