আসসালামু আলাইকুম, আমার ভাই প্রতি সপ্তাহে একদিন ফোন নেয়। ইউটিউব দেখে। ও একদিন যোহরের নামাজ না পরে ঘুমাচ্ছিলো। তখন আমি নামাজ পরছিলাম। ওর নামাজ না পরে ঘুমানো দেখে আমার খুব রাগ হচ্ছিলো আর আমি বলেছিলাম যে,,"আমি প্রমিস করলাম,আজকে যদি তুই নামাজ না পরে ঘুমাস তাহলে তোকে আমি আমার ফোন কোনোদিন দিবোনা,,"।এরপর ও নামাজ না পরেই ঘুমিয়ে যায়। এটা গত সপ্তাহের ঘটনা। আজকে ওকে আমি আমার ফোন ইউটিউব দেখার জন্য দিয়েছিলাম। তাহলে আমার করা এমন কসমের বা প্রমিসের জন্য কি কোনো কাফফারা আদায় করতে হবে???